X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অবরুদ্ধ কাতারে বেড়েছে বাংলাদেশি পণ্যের চাহিদা

জাকারীয়া আহাম্মেদ খালিদ, কাতার থেকে
০৬ জুন ২০১৮, ০৭:৪৫আপডেট : ০৬ জুন ২০১৮, ১৭:০৭

কাতারের বাজারে বাংলাদেশি পণ্য সৌদি আরব নেতৃত্বাধীন জোটের অবরোধের কারণে এক বছর থেকে প্রতিবেশী কয়েকটি রাষ্ট্রের অবরোধ চলছে কাতারের ওপর। কিন্তু তারপরও কয়েকটি রাষ্ট্রের সহায়তায় টিকে আছে কাতারের অর্থনীতি ও বাজার। এই সময়ে বাংলাদেশি পণ্যের চাহিদাও বেড়েছে কাতারের বাজারে।

বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সরেজমিন দেখা যায়, অবরোধ শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশি কাঁচামাল বিশেষ করে পটল, কাকরোল, কলা, চিচিঙ্গা, লতি, লম্বা বেগুন, লেবু, আলু, কাঁচা মরিচ ইত্যাদির চাহিদা বেড়েছে। এছাড়া রেডিমেড গার্মেন্টস ও শুকনো খাবারের চাহিদা তো আগে থেকেই আছে।

অবরোধের ফলে সৃষ্টি হওয়া সুযোগ কাজে লাগিয়ে কাতারের বাজারে বাংলাদেশের ওষুধ রফতানির সম্ভাবনা তৈরি হয়েছে। সেটি নিয়ে আলাপ আলোচনা ও সরেজমিন বাজার পরিদর্শন করতে কাতারের দোহা সফর করেছিলেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির দশ সদস্যের একটি প্রতিনিধি দল। ৫ অক্টোবর সন্ধ্যায় দোহা ব্যাংক প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে কাতারের উদ্যোক্তা, আমদানিকারক ও সরকারি কর্মকর্তাদের সামনে বাংলাদেশের ওষুধ শিল্প সম্পর্কে বিস্তারিত তথ্য উপাত্ত তুলে ধরে তারা বাংলাদেশ থেকে ওষুধ রফতানির আহ্বান জানিয়েছিলেন।

জানা যায়, গত বছর ৫ জুন সৌদি আরব, আরব আমিরাত ও বাহরাইন কাতারের বিরুদ্ধে অর্থনৈতিক ও সীমান্ত অবরোধের ঘোষণা দেয়। এতে  সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন ও মিসর থেকে যেসব ওষুধ, কনস্ট্রাকশন সামগ্রী, সবজি, দুগ্ধজাত ও নিত্যপণ্য কাতারে আসতো সেগুলোর আমদানি বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিক সিদ্ধান্তে বিকল্প দেশ হিসেবে ইরান, মরক্কো ও তুরস্ক থেকে নিত্যপণ্য আমদানি শুরু করে কাতার। এর সঙ্গে সঙ্গে আমদানি নির্ভরতা কমাতে কাতারে বেশ কিছু পণ্যের উৎপাদনও শুরু করা হয়।

জানা যায়, সৌদি আরব, বাহরাইন, এবং সংযুক্ত আরব আমিরাত থেকেই দুধজাত সব খাবার আসতো কাতারে। অবরোধের ফলে দেশটিতে যাতে দুধের সংকট না হয়, সেজন্য বিমানে করে অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ‘হোলস্টাইন’ জাতের ৪ হাজার দুধেল গাভী নিয়ে এসে দুগ্ধ উৎপাদন শুরু করে দিয়েছেন পাওয়ার ইন্টারন্যাশনাল হোল্ডিংয়ের চেয়ারম্যান মৌতাজ আল খায়াত নামক এক ব্যবসায়ী।

কাতারে বেড়েছে বাংলাদেশি পণ্যের চাহিদা এ প্রসঙ্গে বিভিন্ন দেশের অর্থনীতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা মুদ্রানীতি বিশেষজ্ঞ ড. খালিদ রাশেদ আল খাতের জানান, কাতারকে অস্থিতিশীল করার জন্য অবরোধ আরোপকারী দেশের ষড়যন্ত্র ছিল। কিন্তু কাতার এখন সেই ধকল সামলে উঠেছে।

তিনি আরও বলেন, ‘যদি মুদ্রার মূল্যমান কমে যায়, মুদ্রাস্ফীতি ঘটে, তাহলে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কথা। তারা সরকারকে চাপে ফেলতেই এমনটা করেছে। এখন পর্যন্ত কাতারে মুদ্রার মানের তারতম্য ঘটেনি। মুদ্রার মান অবশ্য অস্থিতিশীল করার চেষ্টা চালানো হয়েছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে কাতারের রিয়ালের মান কমে যায়নি। এমনকি অবরোধ আরোপকারী দেশগুলো যদি কাতার থেকে তাদের বিনিয়োগ সরিয়েও নেয়, তারপরেও কোনও প্রভাব পড়বে না। কারণ, সেই বিনিয়োগ একেবারেই সামান্য।’

এই অবরোধের এক বছর পূর্তিতে কাতার বেশ কঠিন সিদ্ধান্ত নিয়েছে। গত ২৬ মে শনিবার থেকে কাতারের কোনও দোকানে অবরোধকারী দেশগুলো থেকে আমদানি করা পণ্য ব্যবহার করা যাবে না। এই সিদ্ধান্ত সব ব্যবসায়ীকে জানিয়ে দিয়েছে কাতারের অর্থনীতি ও বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্যাডে স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের পরিদর্শক দল বিভিন্ন দোকানে অভিযান চালাবে। এই সিদ্ধান্ত অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ব্যবসায়ীদের বিরুদ্ধে। 

 

 

 

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ