X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সুমন জাহিদের মৃত্যু নিয়ে রহস্য: ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৮, ১৬:৩৪আপডেট : ১৫ জুন ২০১৮, ১৬:৩৭

সুমন জাহিদ (ছবি: সংগৃহীত) শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সেলিনা পারভীনের একমাত্র ছেলে সুমন জাহিদের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। ট্রেনে কাটা পড়ে নাকি তাকে হত্যা করা হয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলেই জানা যাবে সব। সুমন জাহিদের মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে এসব কথা উল্লেখ করেছে পুলিশ। তাই এখন ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ও চিকিৎসকদের।
সুরতহাল প্রতিবেদনে কমলাপুর রেলওয়ে থানার এএসআই আনোয়ার হোসেন উল্লেখ করেছেন, ‘সুমন জাহিদের কপালের সামনের অংশে সামান্য জখম রয়েছে। মাথার পেছনে কানের ওপরে ২ ইঞ্চি থেতলে গেছে, সেখানেও জখমের দাগ রয়েছে। শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ছিল। নাক, পায়ের পাতা, পিঠ ও পাঁজর স্বাভাবিক মনে হয়েছে। মুখ অর্ধ্বখোলা আর দাঁত দেখা গেছে। দুই হাত লম্বালম্বি অবস্থায় পড়ে ছিল।’
প্রতিবেদনে আরও বলা হয়, ‘উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদ করে ও রেলওয়ে প্ল্যাটফর্ম স্টেশন মাস্টার কর্তৃক মেমো পর্যালোচনায় জানা যায়, ট্রেনে কাটা পড়ে সুমন জাহিদের মৃত্যু হয়েছে। তথাপি মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের মর্গে পাঠানো হয়েছে।’
এ প্রসঙ্গে ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বলেন, ‘ময়নাতদন্তের আলোকে বলা যায়, সুমন জাহিদের শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে। ধারণা করছি, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তার মাথা, পিঠ ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এগুলো ট্রেন দুর্ঘটনার কারণে হতে পারে বলে আমরা ধারণা করছি। আমরা লাশের ভিসেরা পরীক্ষার জন্য পাঠিয়েছি। এই পরীক্ষাগুলোর রিপোর্ট হাতে এলে আরও স্পষ্ট হবো কীভাবে তার মৃত্যু হয়েছে।’

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন ফারুক মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সুমন জাহিদের মৃত্যুর ঘটনায় আমরা একটি দুর্ঘটনা মামলা করেছি। তারপরও সুমন জাহিদের মৃত্যু কীভাবে হয়েছে সেজন্য ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাছাড়া আমরা নিজেরাও নিজেদের ইন্টেলিজেন্স দিয়ে খোঁজ নিচ্ছি। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। আরও বলবো। দেখা যাক, নতুন কিছু পাওয়া যায় কিনা।’

বৃহস্পতিবার (১৪ জুন) সকালে খিলগাঁওয়ের বাগিচা এলাকায় রেললাইনের পাশ থেকে সুমন জাহিদের (৫২) দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়। খিলগাঁও উত্তর শাজাহানপুরে ঝিলপাড় মসজিদে বাদ মাগরিব জানাজা সম্পন্ন করে বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয় মরদেহ। শুক্রবার দুপুর নাগাদ মরদেহ দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

উত্তর শাজাহানপুরের ৩১২ নম্বর ভবনের সপ্তম তলায় স্ত্রী দ্রাকসিন্দা জবীন টুইসি ও দুই ছেলেকে নিয়ে বসবাস করতেন সুমন জাহিদ। ঘটনার পর বাসাটিতে গিয়ে দেখা গেছে, স্বামীর এমন মৃত্যুতে স্ত্রী টুইসি বারবার মূর্ছা যাচ্ছেন। ভবনের নিচে সুমন জাহিদের মরদেহ আনতেই শুরু হয় স্বজনদের মাতম।

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে ১৯৯৪ সালের গণআদালতের অন্যতম সাক্ষী ছিলেন ব্যাংক কর্মকর্তা সুমন জাহিদ। এছাড়া বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন। যুক্তরাজ্যে পলাতক চৌধুরী মঈনুদ্দীন ও যুক্তরাষ্ট্রে পলাতক আশরাফুজ্জামান উভয়কেই শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

আরও পড়ুন-
‘হুমকিদাতারাই সুমন জাহিদকে হত্যা করেছে’

সুমন জাহিদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন

সুমন জাহিদকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শহীদ বুদ্ধিজীবী সেলিনা পারভীনের ছেলের লাশ উদ্ধার





/জেইউ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী