X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কোটা সংস্কার নিয়ে রাজনৈতিকভাবে খেলা হচ্ছে: রাশেদা রওনক খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৮, ১৯:২৬আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৯:৫২

 

রাশেদা রওনক খান কোটা সংস্কার বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে খেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান।
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে হওয়া ‘আবারও কোটা’ শীর্ষক বৈঠকিতে তিনি এ অভিযোগ করেন।
বৃহস্পতিবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এ বৈঠকি।
রাশেদা রওনক খান বলেন, ‘কোটা সংস্কার বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে খেলা হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে, গ্লোবালাইজেশনের জন্য হোক, ক্যাপিটালিজমের জন্য হোক অথবা আদর্শচ্যুতির কারণে হোক, সবকিছুর মধ্যে রাজনীতি তার আদর্শ থেকে সরে গেছে। সরে গিয়ে এখন সে রাজনীতির নিয়ন্ত্রণ চলে এসেছে হাতুড়ির মধ্য দিয়ে।’
তিনি বলেন, ‘কিন্তু এখান থেকে উত্তরণের জন্য কাউকে এগিয়ে আসতে হবে। যেমন, শিক্ষাবিদ বলেন অথবা আদর্শ ভাবা হয় যাদের, তাদের সামনে আসা উচিত। কিন্তু এখানেও সমস্যা রয়েছে। দেশে কোনও এক ধরনের ফিগার সামনে দাঁড়াতে পারে না; সেটা মিডিয়ার কারণে, সামাজিক যোগাযোগমাধ্যম, রাজনীতি ইত্যাদি ইত্যাদি। ফলে এমনটি ঘটছে, যাতে বিরাজনৈতিকতা একটি মূল কারণ।

রাশেদা রওনক খান বলেন, ‘সর্বজনীনভাবে শিক্ষককের যে জায়গাটি অতীতে দেখে এসেছি এখন আর সে পরিস্থিতি নেই। কোনও একটি কারণে সেই শিক্ষকরা এখন আর প্লেস পান না। কারণ, ৩০ জুন ছাত্রদের ওপর হামলায় শিক্ষক কিন্তু এগিয়ে গিয়েছিলেন। কিন্তু হামলাকারীরা ওই শিক্ষককেও মানতে চাননি। তার হাতেও আঘাত লেগেছে।’
তিনি বলেন, ‘আন্দোলন দমনে একটি মহল পুলিশের ভূমিকায় চলে গেছে। দেশের একটি প্রশাসনিক কাঠামো রয়েছে, প্রোক্টরিয়াল বডি আছে। কিন্তু একটি মহল পুলিশের ভূমিকায় চলে গেলো। নিজেরাই দায়িত্ব নিয়ে নিলেন। ছাত্রীদের হলে যা ঘটেছে তা আতঙ্কের বিষয়, যা ন্যক্কারজনক বলেই মনে করবো।’
তিনি আরও বলেন, ‘কিছু দূতাবাস উদ্বেগ প্রকাশ করেছে। এটা নিয়ে আমি নিজেই উদ্বেগ প্রকাশ করি। কারণ, তারা তো অন্য সময় কথা বলে না। তাহলে এখন কেন?’
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বাংলা ট্রিবিউন বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় এ আয়োজন।

/আরএআর/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা