X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মাঠে নামছেন মান্না-মাহী

সালমান তারেক শাকিল
১৬ জুলাই ২০১৮, ১৩:৫৬আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৭:০১

মাহমুদুর রহমান মান্না ও মাহী বি চৌধুরী দুই ধরনের কার্যক্রম নিয়ে মাঠে নামছেন চারদলীয় যুক্তফ্রন্টের প্রভাবশালী দুই নেতা মাহমুদুর রহমান মান্না ও মাহী বি চৌধুরী। ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে রাষ্ট্রীয় দুর্নীতির বিরুদ্ধে ক্যাম্পেইন করবেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আর মাহী বি চৌধুরী আসছেন ‘প্রজন্ম উদ্যোগ’ নিয়ে। দুই উদ্যোগেই যুক্তফ্রন্টসহ সমমনা রাজনৈতিক দলগুলোকে যুক্ত করার আশা প্রকাশ করেছেন তারা।

রাষ্ট্রীয় দুর্নীতির বিরুদ্ধে ক্যাম্পেইন করবেন মান্না

মঙ্গলবার (১৭ জুলাই) রাজধানীতে একটি অনুষ্ঠানের মাধ্যমে মাহমুদুর রাহমান মান্নার উদ্যোগে ‘ক্যাম্পেইন অ্যাগেইনস্ট স্টেট করাপশন’ আত্মপ্রকাশ হবে। মূলত অনলাইনের মাধ্যমেই এর প্রচারণার মূলপর্বটি পরিচালিত হবে।

এ প্রসঙ্গে রবিবার বিকালে মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশজুড়ে ভয়াবহ যে দুর্নীতি চলছে, তার বিরুদ্ধে অনলাইনে ক্যাম্পেইন হবে। এই সরকারের সময়ে তো কোনও বৈঠক বা সমাবেশ করা যায় না, সে কারণে মূলত অনলাইনেই এ কার্যক্রমটি পরিচালিত হবে।’

জানা গেছে, ‘ক্যাম্পেইন অ্যাগেইনস্ট স্টেট করাপশন’-এর মূল স্লোগান ‘দুর্নীতির মহোৎসবে দেশ।’ এই ক্যাম্পেইন উপলক্ষে সারাদেশে পোস্টার, লিফলেট ও অনলাইনে পেজ ওপেন করা হবে।

মাহমুদুর রহমান মান্না জানান, সাধারণ সরকারি চাকরিতে ৭/৮ লাখ টাকা ঘুষ লাগে। প্রতিবছর দেশ থেকে পাচার হচ্ছে এক লাখ কোটি টাকা। মেগা প্রকল্পের বাইরে প্রতিবছর কমপক্ষে ৭৫ হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে।

তিনি আরও জানান, এই ক্যাম্পেইনে পদ্মা সেতুর বাজেট বৃদ্ধিকরণ, রেল নির্মাণে ব্যয়, ভারতের সঙ্গে তুলনাসহ সড়ক, সেতু, কালভার্ট নির্মাণে অত্যধিক ব্যয় এবং ব্যাংকের দুর্নীতিগুলোর বিষয়েও বলা হবে।

প্রজন্ম উদ্যোগ করছেন মাহী বি চৌধুরী

যুক্তফ্রন্টের কর্মসূচিকে এগিয়ে নিতে এই প্রজন্মের ছেলেমেয়েদের সমন্বয়ে ‘প্রজন্ম উদ্যোগ’ করছেন বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। সমসাময়িক বিভিন্ন পেশার দায়িত্বশীলরা তার এই কার্যক্রমের সঙ্গে যুক্ত হবেন। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, চলচ্চিত্র তারকা, তরুণ ব্যাংকারসহ জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত আরও অনেকে যুক্ত হবেন।

জানা গেছে, ‘প্রজন্ম উদ্যোগ’ যুক্তফ্রন্টের পলিটিক্যাল কো-অর্ডিনেশনের দায়িত্ব পালন করবে। জোটের প্রোগ্রামগুলোর আয়োজন, মিডিয়া কভারেজ, ক্রিয়েটিভ ওয়ার্ক, পোস্টার, ডিজাইনসহ এ ধরনের কাজগুলো দেখভাল করবে তারা। ইতোমধ্যে মাহী বি চৌধুরীর বাসায় ‘উদ্যোগ’-এর সঙ্গে জড়িতদের একাধিকবার বৈঠকও হয়েছে।

জানতে চাইলে প্রজন্ম উদ্যোগের মূল উদ্যোক্তা ও বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রজন্ম উদ্যোগ মূলত ইয়ঙ্গার লেভেলে কাজ করবে। তরুণদের ঐক্যবদ্ধ করতেই এ উদ্যোগ। যারা শুধুমাত্র কোনও দল বা নেতার পেছনে নয়, বাংলাদেশের রাজনীতিতে ভারসাম্য তৈরি করতে সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে থাকবেন।’

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত