X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নারী শ্রমিক নির্যাতন বন্ধে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে: শেখ শাহরিয়ার জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৮, ২১:৩৫আপডেট : ১৯ জুলাই ২০১৮, ২১:৩৯

 



শেখ শাহরিয়ার জামান নারী শ্রমিক নির্যাতন বন্ধে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে বলে মত দিয়েছেন বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শেখ শাহরিয়ার জামান। বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘ফেরত আসছে নারী শ্রমিক’ শীর্ষক বৈঠকিতে তিনি এ মত দেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ।
শেখ শাহরিয়ার জামান বলেন, ‘একটা ঘটনাই যথেষ্ট। আমরা নির্যাতনের একটা ঘটনাও চাই না। অনেকেই সৌদি আরবে কাজ করছে আবার পাঁচ হাজার নারী ফিরে এসেছেন। এখানে সৌদি আরবের দোষ আছে। আমরা এখানে যা কিছু বলি সৌদি আরবের কিছু হবে না। প্রেশার তৈরি করতে হবে সরকার যেন সৌদি আরবের সঙ্গে আলোচনা করে। যারা কাজ করতে নিয়ে যাচ্ছে তাদের সক্ষমতা আছে কিনা, সেটি মনিটরিং করার কথা। কিন্তু এটি হচ্ছে না। একই সঙ্গে নারীদের প্রশিক্ষণের কথা বলা হচ্ছে, কিন্ত বিএমইটি কি সে বিষয়গুলোতে নজর রাখেছে? আমাদের দেশের একজন নারীও যদি নিগৃহীত হন, সেটি আমাদের সরকারকে সৌদি আরবের সঙ্গে কথা বলতে হবে। আমরা জেনেভাতে হিউম্যান রাইটস কাউন্সিলে গিয়েও অভিযোগ করতে পারি। কিন্তু তাও করা হয়নি।’
তিনি বলেন,‘সৌদি আরব বড় একটি দেশ। আমরা অনেক কিছু করতে পারি না, এটা ঠিক। কিন্তু তারপরও কথা থাকে, চাইলে অনেক কিছু করতে পারি। একজন সাংবাদিক হিসেবে সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তারা কোনও ইন্টারঅ্যাক্ট করে না। কূটনৈতিকভাবে আমাদের উদ্যোগ নিতে হবে। আমাদেরই প্রেশার তৈরি করতে হবে।’
শেখ শাহরিয়ার জামান বলেন,‘মালয়েশিয়ায় এক লাখ ৭৫ হাজার শ্রমিক গেছে, এখন পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। কারণ, সেখানে দূতাবাস থেকে মনিটরিং করা হয়। তাহলে সৌদি আরবে মনিটরিং ব্যবস্থা না করে কেন পাঠাচ্ছি? মাসে ১২ হাজার শ্রমিক যাচ্ছে, এ জন্য দূতাবাসের সক্ষমতা বাড়াতে হবে। যেখান থেকে আমাদের রেভিনিউ আসছে সেখানে কেন আমরা বিনিয়োগ করবো না? এটা অযৌক্তিক। দূতাবাসে ১০/১২ জন কর্মী আছে। যেখানে ২০-২২ লাখ লোক আছে সেখানে জনবল আরও বাড়াতে হবে।’
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসরাফিল আলম, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম হেড শরিফুল হাসান,অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন (বোমসা) পরিচালক সুমাইয়া ইসলাম, বায়রা’র সাবেক যুগ্ম মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান ও সৌদি আরব ফেরত নারী শ্রমিক জেসমিন আক্তার।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী