X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
২১ গ্রেনেড হামলা মামলা

‘সাক্ষী হওয়ার প্রতিশ্রুতি দিয়ে দায় এড়িয়েছেন সাবেক ডিএমপি কমিশনার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৮, ২০:৩৯আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ২০:৪৬

 

 

২১ আগস্ট গ্রেনেড হামলা

সাক্ষী হওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজে দায়িত্ব এড়িয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্যদের ওপর দায় চাপিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ভারপ্রাপ্ত কমিশনার এস এম মিজানুর রহমান। এ ছাড়া তার ও তৎকালীন এসবি প্রধানের বক্তব্য পরস্পর বিরোধী। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এই সাক্ষী যেসব অভিযোগ এনেছেন তা ভিত্তিহীন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে বুধবার (৮ আগস্ট) ঢাকার দ্রুত বিচার আদালত-১-এ চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপনের তৃতীয়দিনে আইনজীবী নজরুল ইসলাম আদালতকে এসব কথা বলেন।

চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপনের সময় নজরুল ইসলাম বলেন, ‘২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলার পর অবিস্ফোরিত গ্রেনেডগুলো ধ্বংস করেছে সেনাবাহিনীর একটি দল। তারা প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনা সদরের অধীন।  লুৎফুজ্জামান বাবর ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তাই তার জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়নি।’

বাবরের বিরুদ্ধে আরেক সাক্ষী ছিলেন ডিজিএফআই’র সাবেক কর্মকর্তা মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমি। ডিজিএফআই’র সাবেক এই কর্মকর্তা ও বর্তমানে এ মামলার আসামি রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং সাক্ষী সাদিক হাসান রুমির বক্তব্যের বিভিন্ন দিক তুলে ধরে বাবরের আইনজীবি নজরুল ইসলাম আদালতে বক্তব্য দেওয়ার সময় আদালতের অনুমতি নিয়ে রেজ্জাকুল হায়দার চৌধুরী আপত্তি করেন। এ সময় রাষ্ট্রপক্ষের সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, মোশাররফ হোসেন কাজল ও আবু আবদুল্লাহ ভুঁইয়াও রেজ্জাকুল হায়দারের বিষয়ে কোনও বক্তব্য যাতে দেওয়া না হয় সেজন্য আদালতের কাছে আবেদন জানান। এছাড়াও মাঝে-মধ্যেই তারা বাবরের আইনজীবী নজরুল ইসলামের বক্তব্যের বিরোধিতা করে আইনি ব্যখ্যা দেন রাষ্ট্রপক্ষের আইনজীবি মোশাররফ হোসেন কাজল।

রাষ্ট্রপক্ষের সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমান আদালতকে বলেন, ‘বাবরের আইনজীবী নজরুল ইসলাম যেভাবে যুক্তিতর্ক উপস্থাপন করছেন, তাতে আমি শঙ্কিত যে কতদিন তিনি এভাবে চালাবেন।’ তখন আদালত নজরুল ইসলামকে প্রয়োজনীয় দিকগুলো সংক্ষেপে উপস্থাপনের জন্য বলেন।

বুধবার দুপুর সাড়ে ১২টায় শুরু হয়ে আদালতের কার্যক্রম দুপুর ২টা পর্যন্ত চলে। পরে আদালত আগামী ১৩ আগস্ট পর্যন্ত কার্যক্রম মুলতবি করেন। ১৩ আগস্ট থেকে বাবরের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলবে।

 

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ