X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লালবাগে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৮, ০০:৩৬আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ০৮:১৫

লালবাগে আগুন (ছবিঃ সংগৃহীত )  

রাজধানীর লালবাগের ইসলামবাগ এলাকায় প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর বাবুল মিয়া বাংলা ট্রিবিউন’কে জানান, ইসলামবাগ আলীর ঘাট এলাকায় ওই প্লাস্টিক কারখানাটিতে রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

স্থানীয়রা জানান, প্রথমে একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। কয়েক মিনিটের মাথায় তা আশেপাশে ছড়িয়ে পড়ে । আলীঘাটের আগুনে পুড়ে যাওয়া ঘুন্টিঘরগুলোতে প্লাস্টিকের কারখানা ছাড়াও নানারকম ভাঙ্গারিসহ অন্যান্য ব্যাবসা প্রতিষ্ঠান ছিল। ফায়ার সার্ভিসের  দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আসে। ঈদের ছুটির কারণে এসব কারখানা ও দোকানগুলোতে কেউ ছিল না। 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুর রশীদ তালুকদার জানান, ৮ থেকে ১০টি দোকান-ঘর পুড়েছে। এখন আগুন নিভে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন বলেন, প্লাস্টিক এবং প্লাস্টিকের কেমিক্যাল থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একই কারণে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। এজন্য আগুন নেভাতে একটু সময় লেগেছে। ১৩টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি জানতে একটি কমিটি করা হবে।







তবে ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তারা প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন। 

/এনএল /এসএসএ/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ