X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মেডিক্যালে ভর্তির আবেদন শুরু কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৮, ২১:৪৭আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ২১:৪৯

স্বাস্থ্য মন্ত্রণালয়

২০১৮-১৯ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য শুক্রবার (৩১ আগস্ট) থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হচ্ছে। শুক্রবার দুপুর ১২টা থেকে আবেদন করা শুরু হবে। আগামী ১৮ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ আবেদন চলবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সূত্র জানায়, অনলাইনে ভর্তির আবেদন জমা নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় তারিখ প্রথমে ২৭ আগস্ট নির্ধারণ করেছিল। পরে এ তারিখ পরিবর্তন করে মন্ত্রণালয়।

এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি কয়েকটি জেলায় নতুন সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনে সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এমবিবিএস ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তি-সংক্রান্ত অনলাইন সফটওয়্যার প্রস্তুতকরণের সুবিধার্থে ছাত্র-ছাত্রীদের অনলাইন ভর্তির আবেদনের সময় পরিবর্তন করা হয়েছে।’

এমবিবিএস কোর্সে ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mohfw.gov.bd) এবং স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট  (www.dghs.gov.bd) থেকে জানা যাবে।

প্রসঙ্গত, গত রবিবার (২৬ আগস্ট) ঢাকায় এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী  নাসিম জানান, দেশে নতুন চারটি মেডিক্যাল কলেজ চালুর প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন। তিনি বলেন, ‘নওগাঁ, নেত্রকোণা, মাগুরা ও নীলফামারীতে চারটি মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে। এছাড়া চাঁদপুরে মেডিক্যাল কলেজ করার আরেকটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই ২৫০ জন শিক্ষার্থী নতুন পাঁচটি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৫ অক্টোবর মেডিক্যালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে। এমসিকিউ প্রশ্নে একঘণ্টার এই পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর: জীববিদ্যা-৩০, রসায়নবিদ্যা-২৫, পদার্থবিদ্যা-২০, ইংরেজি-১৫, সাধারণ জ্ঞান: বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি-৬, আন্তর্জাতিক-৪।

এছাড়া, বিডিএস ভর্তির অনলাইন আবেদন জমা দেওয়ার সময়সীমা আগামী ১৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর। বিডিএস কোর্সে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

/টিওয়াই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ