X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাবি’র ৫১তম সমাবর্তনে বঞ্চিত হচ্ছেন ৭ কলেজের ১০ হাজার শিক্ষার্থী?

রশিদ আল রুহানী
০২ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৫

সমাবর্তনে উপেক্ষিত শিক্ষার্থীরা ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন গত বছর রাজধানীর সাত সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত হওয়ার পর এবারই প্রথম কলেজগুলোর শিক্ষার্থীরা ঢাবি’র ৫১তম সমাবর্তনে অংশ নিতে যাচ্ছেন। অধিভুক্ত হওয়ার পর এই কলেজগুলোর স্নাতক-২০১৫ এবং স্নাতকোত্তর-২০১৪ সালের পরীক্ষার্থীদের ফল প্রকাশ হয়েছে। অথচ সমাবর্তনে স্নাতক-২০১৫ সালের পরীক্ষার্থীদের অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলেও অংশ নেওয়ার সুযোগ নেই স্নাতকোত্তর-২০১৪ সালের পরীক্ষার্থীদের। কিন্তু কেনও সুযোগ দেওয়া হচ্ছে না? এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া নোটিশেও এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। আর এ কারণে দ্বিধায় রয়েছেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ– এই ব্যাচটিকে যদি সমাবর্তনে ডাকা না হয় তাহলে তাদেরকে সমাবর্তন থেকে বঞ্চিত করা হচ্ছে। এদিকে ঢাবি প্রশাসনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে বাংলা ট্রিবিউনকে তারা জানিয়েছেন, কেউ বঞ্চিত হবে না। তাদেরকে আগামী সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।

আবার ঢাবির অধিভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ঢাবি’র খেলার মাঠে সরাসরি সমাবর্তনে অংশ নেওয়ার জন্য বলা হলেও নিজ নিজ কলেজেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাবর্তনে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে ৭ কলেজের শিক্ষার্থীদের। এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গত ১২ আগস্ট প্রকাশিত সমাবর্তন বিষয়ে একটি নোটিশে বলা হয়েছে, ঢাবি অধিভুক্ত সাত কলেজের স্নাতক শ্রেণির ২০১৫ সালের পরীক্ষার্থীরা এই সমাবর্তনে অংশ নিতে পারবেন। অথচ ২০১৪ সালের মাসটার্সের পরীক্ষার্থীদের বিষয়ে কিছু বলা নেই। অথচ এই ব্যাচটিও ঢাবি অধিভুক্ত হওয়ার পর মাসটার্স পাস করেছেন। এ নিয়ে গত কয়েকদিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসহায়ত্ব বিরাজ করছে।
ঢাকা কলেজ ও ইডেন কলেজের স্নাতকোত্তর ২০১৪ সালের ব্যাচের কয়েকজন শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে অভিযোগ করে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় গত মাসের ১২ তারিখে সমাবর্তনের জন্য একটি নোটিশ দিয়েছে। ওই নোটিশে বলা হয়েছে, শুধুমাত্র স্নাতক ২০১৫ সালের শিক্ষার্থীরা সমাবর্তনের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু আমরা কী দোষ করলাম?’
ইডেন কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাসনিমা ইয়াসমিন বন্যা বাংলা ট্রিবিউনকে অভিযোগ করে বলেন, ‘আমি ২০১৪ সালের মাসটার্সের পরীক্ষার্থী। কিন্তু ঢাবির অধিভুক্ত হওয়ার পর আমরা ঢাবির অধিনেই মাসটার্স পরীক্ষা দিয়েছি। মাসটার্সের ফল প্রকাশ হয়েছে গত মার্চ মাসে। অথচ আমাদেরকে সমাবর্তনের জন্য ডাকা হয়নি।’ তিনি বলেন, ‘নোটিশে আমাদের অংশ গ্রহণের বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এ নিয়ে আমরা দ্বিধায় রয়েছি। আমরা কি আদৌ সমাবর্তনে অংশ নিতে পারবো না? কারণ, যারা স্নাতক পাস করেছেন তারা অংশ নিতে পারলেও আমরা কেন পারবো না ? তাছাড়া, স্নাতক পাস করা শিক্ষার্থীদের তো আগামীবার অংশ নেওয়ার সুযোগ রয়েছে। আমরা তো স্নাতকোত্তর পার করেছি। সে হিসেবে অগ্রাধিকারতো আমাদের।’

ঢাবি’র ৫১তম সমাবর্তনে বঞ্চিত হচ্ছেন ৭ কলেজের ১০ হাজার শিক্ষার্থী?


তাসনিমা ইয়াসমিন আরও বলেন, ‘আমাদের ব্যাচের অনেকেই আবেদন করেছেন। কিন্তু দ্বিধায় রয়েছেন আমরা যদি যোগ্য না হয় তাহলে তো আবেদনের পুরো টাকা জলে যাবে। এদিকে কলেজ থেকেও আমাদেরকে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না। ’
এদিকে ঢাকা কলেজের শিক্ষার্থী রইস উদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাবি প্রশাসন সমাবর্তনের নোটিশ দিয়েছে গত মাসের ১২ তারিখ। ওই নোটিশে বলা হয়েছে, ‘আগামী ১২ আগস্ট রবিবার সকাল ৯টা থেকে আগামী ২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত সমাবর্তনে অংশ নেওয়ার জন্য অনলাইনে আবেদন করা যাবে। অথচ এই সময়ের প্রায় পুরোটা জুড়ে কলেজগুলো বন্ধ ছিল। আমরা আমাদের কলেজগুলো থেকে পৃথক নোটিশ পেয়েছি অনেক পরে। পরে কলেজে ফিরে আবেদন করতে করতে আবেদনের সময় পার হয়ে গেছে।’
আবার তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, ‘ঢাবির অধিভুক্ত প্রায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠান ঢাবির খেলার মাঠেই সরাসরি অংশ নেবে সমাবর্তনে। আর সাত কলেজের শিক্ষার্থীদেরকে তাদের নিজ নিজ কলেজ ক্যাম্পাসেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেওয়ার জন্য নোটিশে বলা হয়েছে। কিন্তু কেন এমন বৈষম্য? আমরা কী এভাবে সব সময় বৈষম্যের শিকার হবো?’
ঢাবির অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপে জিএম জাহিদুল ইসলাম একটি পোস্টে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ করেছেন। এছাড়া তার বন্ধুদের উদ্দেশ্যে এই সমস্যার সমাধান কীভাবে হতে পারে তা নিয়ে কিছু অভিব্যক্তিও প্রকাশ করেছেন।
স্নাততোত্তর-২০১৫ সালের শিক্ষার্থীদের অংশ না নিতে পারার বিষয়ে জানতে চাইলে কবি নজরুল কলেজের অধ্যক্ষ আইকে সেলিমুল্লাহ খোন্দকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাবি অধিভুক্ত হওয়ার পর অনার্সের একটি ব্যাচ ও মাসটার্সের একটি ব্যাচ পাস করেছে। অথচ শুধুমাত্র অনার্সের একটি ব্যাচকেই সমাবর্তনে ডাকা হয়েছে। বিষয়টি গতকাল আমাদের নজরে এসেছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে জানার জন্য চেষ্টা করেও স্পষ্ট করে কিছু জানতে পারিনি। তাছাড়া আজ তো আবেদনের শেষ দিন, এছাড়া আজ জন্মাষ্টমী, সরকারি ছুটির দিন।’
আইকে সেলিমুল্লাহ খোন্দকার বলেন, ‘কেন, কী কারণে মাসটার্সের এই ব্যাচটিকে বাদ রাখা হলো বুঝতে পারছি না।’ সাত কলেজে এই ব্যাচে ১০ হাজারের বেশি শিক্ষার্থী হবে বলেও আনুমানিক ধারণা দেন এই অধ্যক্ষ।
সাত কলেজের স্নাতকোত্তর-২০১৫ সালের পরীক্ষার্থীরা কেন ৫১তম সমাবর্তনে অংশ নিতে পারছেন না, সাত কলেজের সমন্বয়কারী ঢাবির বাণিজ্য অনুষদের ডীন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলামর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলেও তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মূলত সাত কলেজ এবার ঢাবির অধিভুক্ত হওয়ার কারণে বিশাল একটি অংশ সমাবর্তনের অপেক্ষায় রয়েছেন। এছাড়া প্রায় দেড় বছর পরে এই সমাবর্তনটি অনুষ্ঠিত হচ্ছে। ফলে প্রায় ২২ হাজার শিক্ষার্থী এই সমাবর্তনে অংশ নিচ্ছে। হয়ত এ কারণেই এবার কোনও একটি ব্যাচকে সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তবে আসলে কেউ সমাবর্তন থেকে বঞ্চিত হবেন না বলেই আমি জানি।‘
তিনিও এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারবেন না জানিয়ে বলেন, ‘যারা এবার অংশ নিতে পারছেন না তাদেরকে হয়ত আগামী বছর সুযোগ দেওয়া হতে পারে।’
অন্যদিকে একই প্রশ্ন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের কাছে করা হলে তিনি এ বিষয়টি এড়িয়ে গিয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে জানতে চাওয়ার জন্য বলেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর কাছে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে- তিনি ‘আগামী বছর পারবে’ বলেই ফোন লাইন কেটে দেন।
এদিকে ঢাবির খেলার মাঠে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাত কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণের সুযোগ কেন দেওয়া হচ্ছে না জানতে চাইলে ঢাবি উপাচার্য বলেন,’ এত বিশাল সংখ্যাক শিক্ষার্থীদেরকে এক মাঠে জায়গা দেওয়ার সুযোগ নেই। তাই সাত কলেজের শিক্ষার্থীদেরকে নিজ নিজ ক্যাম্পাসেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য বলা হয়েছে।

 

/আরএআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত