X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে দীর্ঘদিনের তিন শিক্ষাপ্রতিষ্ঠান অস্তিত্বহীন!

এস এম আববাস
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:০০

গ্রিনল্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউটের ভবন দেশে অস্তিত্বহীন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ১৮৯টি। এরমধ্যে ঢাকা জেলার ২০টি অস্তিত্বহীন শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় রাজধানীর তিনটি প্রতিষ্ঠানের নাম খুঁজে পাওয়া গেছে। প্রতিষ্ঠানগুলো হলো, উত্তরা ল্যাবরেটরি হাইস্কুল, বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও গ্রিনল্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউট। বছরের পর বছর এ তিন প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম চললেও মাঠপর্যায়ের কর্মকর্তারা এসব প্রতিষ্ঠান খুঁজে পাননি। আর সে কারণেই সরকারের তালিকায় অস্তিত্বহীন হিসেবে চিহ্নিত হয়েছে এই তিন প্রতিষ্ঠান।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর ১৮৯টি অস্তিত্বহীন শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাঠান। মাঠপর্যায়ের কর্মকর্তা ও থানার শিক্ষা অফিসারের দেওয়া তথ্যে তৈরি করা ওই তালিকায় রাজধানীর এই তিন প্রতিষ্ঠানের নাম রয়েছে। প্রতিষ্ঠানগুলোকে অস্তিত্বহীন হিসেবে চিহ্নিত করেন উত্তরা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার সাবিকুননাহার।
অস্তিত্বহীন প্রতিষ্ঠানের তালিকায় থাকা রাজধানীর গ্রিনল্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউটের অবস্থান ডেমরার আমুলিয়া মডেল টাউনে। ২০১০ সাল থেকে চলছে এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার ও অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছরের কোর্সে পাঠদান চলছে।

গ্রিনল্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শামশুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার নতুন শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে ১৩৮ জন শিক্ষার্থী। নতুন পুরাতন মিলিয়ে মোট শিক্ষার্থী প্রায় ৪০০ জন। আমাদের আসন সীমিত, প্রতিটি বিভাগে ৪০ জন শিক্ষার্থী ভর্তি করার সুযোগ রয়েছে। এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছর ওয়ার্ল্ড ব্যাংকের স্কলারশিপ ৮০০ টাকা পায় ছাত্রীরা। ছাত্রদের মধ্যে অর্ধেক ছাত্র স্কলারশিপ পায়। শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থাও সুন্দর। তাহলে কীভাবে প্রতিষ্ঠান অস্তিত্বহীন হলো তা আমার বোধগম্য নয়। কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে চলছে এই প্রতিষ্ঠান। আমার মনে হয় যারা এই তালিকা করেছেন তাদের ভুল হয়েছে।’
প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক মো. ইমরান হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রিনল্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউটে সোমবার (১৬ সেপ্টেম্বর) নবীনবরণ অনুষ্ঠান। দীর্ঘদিন থেকে চলা এই প্রতিষ্ঠানটিকে কেন অস্তিত্বহীন লিখেছেন জানি না। ভালোমতো খোঁজ-খবর না নিয়ে লিখেছেন।’


রাজধানীতে দীর্ঘদিনের তিন শিক্ষাপ্রতিষ্ঠান অস্তিত্বহীন! উত্তরা ল্যাবরেটরি হাইস্কুলের ঠিকানা উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডের ৭৪ নম্বর হাউস। স্কুলটি প্রতিষ্ঠা হয়েছে ১৯৯৯ সালে। প্রতিষ্ঠানটির এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নম্বর (ইআইআইএন) ১৩৪০৮৩। প্রতিষ্ঠানটি পাঠদানের অনুমতি ও স্বীকৃতি পায় ২০১০ সালের ৩০ মে।
উত্তরা ল্যাবরেটরি হাই স্কুলকে অস্তিত্বহীন বলা হলেও প্রতিষ্ঠানটির তথ্য আছে ব্যানবেইসে উত্তরা ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিষ্ঠানটি শুরু হয়েছে ১৯৯৯ সালে। প্রাথমিক সমাপনী পরীক্ষা এই স্কুলের নামে অনুষ্ঠিত হয়। আর ক্লাস এইট এবং এসএসসি পরীক্ষা অন্য স্কুলের মাধ্যমে দিতে হয়। ভাড়াবাড়িতে প্রতিষ্ঠান চলছে, কিন্তু অস্ত্বিহীন হলো কীভাবে? নিশ্চয় ভুল হয়েছে যারা লিখেছেন।’
বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ দেশের প্রথম বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। এর অবস্থান রাজধানীর মহাখালীতে। প্রতিষ্ঠান চলছে ২০০৩ সাল থেকে। প্রতিটি কোর্সে ৪০ থেকে ৫০ জন ছাত্রছাত্রী। প্রতিষ্ঠানটিতে সিভিল, টেক্সটাইল, ইলেকট্রিক্যাল ও গার্মেন্টস ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছরের ডিপ্লোমা কোর্স চালু রয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ নাসরিন বীথি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক আগে থেকে প্রতিষ্ঠান চলছে সুনামের সঙ্গে। যারা প্রতিষ্ঠানটিকে অস্তিত্বহীন বলেছেন তারা ভুল করেছেন। প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে সুনামের সঙ্গে চলছে। প্রতিষ্ঠান অস্তিত্বহীন এ তথ্য সঠিক নয়।’
এ বিষয়ে উত্তরা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার সাবিকুন্নাহারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উত্তরায় এই নামের প্রতিষ্ঠান নেই। যেসব প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায়নি সেসব প্রতিষ্ঠানের তালিকা মাউশিতে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ব্যানবেইস থেকে আমাদের যে তালিকা দেওয়া হয়েছিল সেই তালিকা অনুযায়ী এসব প্রতিষ্ঠান খুঁজে না পাওয়ায় প্রতিষ্ঠানগুলোকে অস্তিত্বহীন হিসেবে উল্লেখ করেছি।’

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা