X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবিতে বিশিষ্টজনদের বিবৃতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৩০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৩৫

শহিদুল আলম

আলোকচিত্রী শহিদুল আলমকে ৪০ দিনের বেশি সময় কারাগারে আটক রাখায় উদ্বেগ জানিয়ে তার মুক্তির দাবিতে ৫২ বিশিষ্ট ব্যক্তি বিবৃতি দিয়েছেন। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে বিবৃতিটি পাঠিয়েছেন ‘আমরা বাংলাদেশের সাধারণ জনগণ’ এর সমন্বয়কারী খুশী কবীর। এতে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক এ এন রাশেদা প্রমুখ স্বাক্ষর করেছেন।

বিবৃতিতে তারা আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবি জানিয়ে বলেন, ‘৪০ দিনেরও বেশি সময় ধরে কারাগারে আটক আছেন খ্যাতনামা আলোকচিত্রী শহিদুল আলম। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, তিনি তার প্রাপ্য আইনি ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তথ্যপ্রযুক্তি অধ্যাদেশ ২০১৩ এর ৫৭ ধারা প্রয়োগ করে শহিদুল আলমের নামে মামলা করা হয়েছে, অথচ সরকারের শীর্ষ পর্যায় থেকে একাধিকবার আইনটি বাতিল বা সংস্কারের প্রতিশ্রুতি আমরা শুনে আসছি। পর্যালোচনায় থাকা এমন একটি বিতর্কিত আইন ব্যবহার করে শহিদুল আলমসহ যেসব নাগরিককে হেনস্তা করা হচ্ছে তা গণতান্ত্রিক মূল্যবোধ বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে মোটেই সঙ্গতিপূর্ণ নয় ।’

বিবৃতিতে তারা আরও বলেন, শহিদুল আলম স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক। অপরাপর সকল নাগরিকের মত ন্যায়বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে তাঁর। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, জামিন পাওয়ার ন্যূনতম অধিকার থেকে তাকে বঞ্চিত রেখে যে ব্যতিক্রমী ও খারাপ দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে তা আমাদেরকে বিস্মিত ও উদ্বিগ্ন করেছে।

বিবৃতিতে বলা হয়, জামিন পাওয়া নাগরিকের স্বাভাবিক আইনি অধিকার। দেশের সব নাগরিকের অধিকার হিসেবে এই অধিকার শহিদুল আলমেরও প্রাপ্য। তাই অনতিবিলম্বে তার মুক্তি ও সকল নাগরিক অধিকার সুরক্ষার দাবি জানাই। সেই সঙ্গে তথ্য প্রযুক্তি অধ্যাদেশ এর ৫৭ ধারাসহ যে সব আইন নাগরিকদের অধিকার সুরক্ষার পরিপন্থী তা বাতিল করারও দাবি জানাই।

/টিওয়াই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ