X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ঢাবি সাদা দলের উদ্বেগ

ঢাবি প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩২

ডিজিটাল নিরাপত্তা আইন
ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের প্যানেল সাদা দল।  শনিবার (২২ সেপ্টেম্বর) বিকালে সাদা দলের আহ্বায়ক এবিএম ওবায়দুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের নাগরিক সমাজ, সাংবাদিক, কূটনীতিবিদ, দেশি ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনসমূহের তীব্র বিরোধিতা, আপত্তি এবং অংশীজনদের মতামত ও প্রস্তাবিত সংশোধনী ছাড়াই গত ১৯ সেপ্টেম্বর বুধবার জাতীয় সংসদে ‘ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮’পাস হওয়ায় আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। উদ্বেগের সঙ্গে লক্ষ করছি বহুল সমালোচিত নিপীড়নমূলক আইসিটি অ্যাক্টের ৫৭ ধারাসহ ৫টি ধারা বিলুপ্ত করার কথা বলা হলেও ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ২৫, ২৮, ২৯ ও ৩১ ধারায় তা আরও কঠোর এবং অধিকতর শাস্তির বিধান রেখে প্রতিস্থাপিত হয়েছে।

এতে আরও বলা হয়, ‘ডিজিটাল আইনের এসব ধারা প্রচলিত ফৌজদারি দণ্ডবিধির সঙ্গে সাংঘর্ষিক। এ আইনে আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্তর্নিহিত উপাদান ও সংবিধানে দেওয়া মুক্তচিন্তা, বাক ও মত প্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। এ আইনটি মৌলিক অধিকার ও মানবাধিকারেরও পরিপন্থী এবং স্বাধীন গণমাধ্যমের বিকাশের ক্ষেত্রে একটি বড় অন্তরায় হবে। এ আইনটির ফলে গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে ঝুঁকির মধ্যে পড়বে। অতীত অভিজ্ঞতা থেকে বলা যায় যে, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা ও নির্যাতন-নিপীড়নের হাতিয়ার হিসেবে এ আইনটির নির্বিচার অপব্যবহার হওয়ার আশঙ্কা রয়েছে। আর এটি হলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও ক্ষতিগ্রস্ত হবে। এ আইনের বিতর্কিত ৩২ ধারাটি ঔপনিবেশিক আমলের ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টেরই নামান্তর। এটি তথ্য অধিকার নীতিরও পরিপন্থী। এর প্রয়োগের ফলে সুশাসন ক্ষতিগ্রস্থ হবে এবং দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটাবে বলে আমরা মনে করি। একুশ শতকের অবাধ তথ্য প্রবাহের যুগে কোনও গণতান্ত্রিক দেশ বা সমাজে এমন একটি বিতর্কিত ও নিবর্তনমূলক আইন প্রণয়ন কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সুশীল সমাজসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিবাদ ও বিরোধিতা উপেক্ষা করে রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সরকারের ‘ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮’ পাসের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।

বিজ্ঞপ্তিতে তারা আরও বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি আমাদের দেশের অভিভাবক। বাক ও মতপ্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী ও মানবাধিকারের পরিপন্থী এ নিবর্তনমূলক আইনটিতে সম্মতি স্বাক্ষর না দিয়ে তা সংশোধন ও পুনর্বিবেচনার জন্য জাতীয় সংসদে ফেরত পাঠানোর জন্য রাষ্ট্রপতিকে সবিনয় অনুরোধ করছি।

 

/এনআই/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ