X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘বিবাদীপক্ষের আইনজীবীদের আচরণ বিচারকে বিলম্বিত করার ষড়যন্ত্র’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৭

নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার (ছবি: ফোকাস বাংলা) বিবাদীপক্ষের আইনজীবীদের আচরণ বিচারকে বিলম্বিত করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় আদালতের কার্যক্রম শুরু হয়। এসময় তিনি আদালতকে বলেন, ‘আসামিপক্ষের আইনজীবীরা এ আদালতের কাছে জামিনের জন্য আবেদন করেন, দেখা করার অনুমতি চান। আদালতের আদেশের পর খালেদা জিয়ার সঙ্গে দেখাও করেন। কিন্তু আদালতে এসে তারা মামলার কাজকে বিলম্বিত করার জন্য একটা প্রেক্ষাপট সৃষ্টির জন্য যুক্তিতর্ক উপস্থাপন করছেন না। তাদের এই আচরণ বিচারকে বিলম্বিত করার একটি ষড়যন্ত্র। তখন বাইরের ষড়যন্ত্র ও ভেতরের ষড়যন্ত্র এক হয়ে যায়। খালেদা জিয়া ছাড়াও অন্যান্য আসামি পক্ষের আইনজীবীরাও এক হয়ে যান। আইনজীবী হিসেবে আইন ও আদালতের প্রতি তাদের এটি অবজ্ঞা।’



জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আদালতের প্রতি দুই আসামির অনাস্থা প্রকাশের বিষয়ে আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে বুধবার (২৬ সেপ্টেম্বর) এ বিষয়ে আদেশ দেবেন বলে জানান আদালত। ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত পঞ্চম বিশেষ আদালতের বিচারপতি আখতারুজ্জামান এ আদেশ দেন। একইসঙ্গে রাষ্ট্রপক্ষ থেকে রায়ের জন্য দিন ধার্য করার আবেদনের বিষয়েও আদেশ দেবেন আগামীকাল।
আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মো. জয়নুল আবেদিন মেজবাহ আদালতকে বলেন, ‘খালেদা জিয়ার সিনিয়র আইনজীবীরা উচ্চ আদালতে জামিনের জন্য গিয়েছেন। সেজন্য তারা আজকে আসতে পারেননি।’
এরপর অপর আসামি মনিরুল ইসলাম খানের আইনজীবী আখতারুজ্জামান আদালতের কাছে জামিন বৃদ্ধির আবেদন এবং উচ্চ আদালতে যাওয়ার বিষয়ে একটি আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল তাদের আবেদন ও জামিনের বিরোধিতা করে আদালতকে বলেন, ‘বিচারকে বিলম্বিত করার জন্যই তারা যুক্তিতর্ক করছেন না। এই যুক্তিতর্কের প্রয়োজন নেই। তাছাড়া অধিকতর যুক্তিতর্কের সুযোগ নেই। তারা যদি মামলা চালাতে না চান তাহলে আদালত তার রায়ের জন্য দিন ধার্য করতে পারেন।’
আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেন, ‘আদালতের প্রতি অনাস্থা দেওয়ার মতো কোনও প্রেক্ষাপট এখানে সৃষ্টি হয়নি। এর আগে তারা উচ্চ আদালতে গিয়ে এই আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ করার জন্য কোনও আদেশ আনতে পারেননি। শুরু থেকেই তারা এই মামলার কার্যক্রমে অসহযোগিতা করে যাচ্ছেন।’
আইনজীবী মোশাররফ হোসেন কাজল আরও বলেন, ‘আপনি মামলার কার্যক্রম মুলতবি করতে বাধ্য নন। প্রধান আসামি খালেদা জিয়ার প্রতি রাষ্ট্রপক্ষের সম্মানের দুর্বলতার সুযোগ নিয়ে কথায় কথায় অনাস্থা দেওয়া দুঃখজনক। আমরা যেন যুক্তিতর্কের সুযোগ দিয়ে ভুল করেছি। তাই আদালত চাইলে বিচারিক কার্যক্রমের শেষপর্যায়ে আমরা আসতে পারবো। আসামিপক্ষ যদি শুনানি না করেন তাহলে আদালত রায়ের জন্য দিন ধার্য করতে পারেন।’

এসময় খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আদালতকে উদ্দেশ করে বলেন, ‘আদালতের অবস্থার নাটকীয় পরিবর্তন হয়েছে। শুধু আসামিপক্ষের সহযোগিতা দেখালেই হবে না, রাষ্ট্রপক্ষেরও সহযোগিতার প্রয়োজন রয়েছে।’
তিনি বলেন, ‘আমরা আদালতের আদেশে সংক্ষুব্ধ। এ বিষয়ে আমরা উচ্চ আদালতে যাবো। যেহেতু উচ্চ আদালত এখন বন্ধ সেজন্য যুক্তিসংগত একটা সময় আমরা চাই। খালেদা জিয়ার উপস্থিতি ছাড়া আমরা শুনানি করতে চাই না। কারণ তিনি গুরুতর অসুস্থ।’
মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘আমাদের দ্বিমত হচ্ছে প্রসিকিউশনের সঙ্গে, আদালতের সঙ্গে নয়। খালেদা জিয়া একজন মানুষ। তিনি শারীরিকভাবে অসুস্থ, ঠিকমতো বসতে পারেন না। তিনি কীভাবে আদালতে আসবেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল মামলা নিয়ে কথা না বলে রাজনৈতিক প্রসঙ্গ টেনে আনেন। আসামিপক্ষের আইনজীবীদের নিয়ে ব্যঙ্গ করেন।’
তিনি বলেন, ‘আদালতের প্রতি অনাস্থার মতো একটি লজ্জাজনক ও বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতি কারোরই কাম্য নয় ‘
আদালতকে উদ্দেশ্য করে মাসুদ আহমেদ তালুকদার আরও বলেন, ‘খালেদা জিয়াকে ছাড়া আপনি বিচার কাজ শেষ করতে চান কিনা বা আমাদের বিচার ব্যবস্থায় এমন নজির আছে কিনা? নাকি আপনি নিজেই এমন একটি নজির সৃষ্টি করতে চান? এমন একটি পরিস্থিতির সৃষ্টি হোক আমরা তা হতে দিতে পারি না। সেজন্য আমরা একটি যুক্তিসঙ্গত সময় চেয়েছি।’
এদিকে শুনানি শেষে আদালত উপস্থিত আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘মুলতবির আগে খালেদা জিয়ার জামিনের আদেশ দেওয়া হয়েছিল। মুলতবি শেষে মামলার শুনানি করার কথা ছিল তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারের। তিনি জামিন দেওয়ার পর কোর্ট থেকে চলে গেলেন। এটা কোন ধরনের আচরণ? উনারা কি শুধু জামিনের জন্যই আদালতে আসেন?। এরপর তিনি আদালত বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি করেন।’
আরও পড়ুন: 

আদালতের প্রতি দুই আসামির অনাস্থার বিষয়ে আদেশ বুধবার

/জেইউ/এআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!