X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ব্যারিকেড দিয়ে ধরা হলো ছিনতাইকারীকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫১

আটক রাজধানীর ধানমন্ডিতে দুটি জায়গায় ব্যারিকেড দিয়ে আটক করা হয়েছে স্বপন (৪৭) নামে এক ছিনতাইকারীকে। আটকের সময় পুলিশের ওপর হামলার চেষ্টা করলে তার পায়ে গুলি করে পুলিশ। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে আবাহনী মাঠ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীকে আটকের সময় আহত হয়েছেন এএসআই মোহসিন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম বলেন, ‘কয়েকদিন ধরে এ এলাকায় ছিনতাই বেড়ে গিয়েছিল। এজন্য আমরা সতর্ক ছিলাম। সোমবার রাত ১২টার দিকে এক নারীর ভ্যানিটি ব্যাগ টান মেরে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুই ছিনতাইকারী। কিন্তু ব্যাগ ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় আমরা একজনকে আটক করি।’

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুটি স্থানে ব্যারিকেড দিয়ে ছিনতাইকারী স্বপনকে আটক করা হয়েছে বলে জানান পারভেজ ইসলাম। তিনি বলেন, ‘আমাদের মোবাইল অফিসার ওয়্যারলেস সেটে জানানোর পর আমরা সবাই মোটরসাইকেলটি ধরার চেষ্টা করি। সাত মসজিদ রোডের জিগাতলার দিকে আমরা ছিলাম। মেসেজ পেয়ে সেখান থেকে আবাহনী মাঠের দিকে আসি। মোটরসাইকেলটি আটকানোর জন্য ২৭ নম্বর সড়কের মোড়ে ব্যারিকেড দেওয়া হয়। পুলিশের ব্যারিকেড দেখে মোটরসাইকেলটি ইউটার্ন নিয়ে ঘুরে আসে। আমরা মেসেজ পেয়ে আবাহনী মাঠের পাশে অবস্থান নিয়ে ব্যারিকেড দেই। আমাদের ব্যারিকেড দেখে দ্রুত থামার চেষ্টা করলে গাড়িটি স্লিপ করে দুজনই নিচে পড়ে যায়। গাড়ির পেছনে যে ছিল, সে পালিয়ে যায়। আর চালকের আসনে থাকা ব্যক্তি উঠে দাঁড়িয়ে চাকু নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তখন পায়ে গুলি করে তাকে নিরস্ত্র করা হয়।’

তিনি জানান, স্বপনের কাছ থেকে ছিনতাই করা তিনটি মোবাইল ও মহিলাদের একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়। গত ১৮-২০ বছর ধরে এভাবে ছিনতাই করে আসছে স্বপন। তার বিরুদ্ধে দণ্ডবিধি ৩৯২ ও ৪১২ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম।

/আরজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!