X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘তারেক রহমানসহ ষড়যন্ত্রকারীদের ফাঁসির দাবিতে উচ্চ আদালতে যাবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৮, ১৩:৪৫আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১৩:৫৭

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেছেন, ‘আমরা আশা করেছিলাম তারেক রহমানসহ অন্য ষড়যন্ত্রকারীদের ফাঁসি হবে। কিন্তু তা হয়নি। তাই রায় পর্যালোচনা করে অবশ্যই উচ্চতর আদালতে যাবো। আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেবো।’

বুধবার (১০ অক্টোবর) ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে বুধবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। ঠিক একইভাবে ২০০৮ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যাচেষ্টা করা হয়েছিল। তারেক রহমান, মুফতি হান্নান, মাওলানা তাজউদ্দীন, আব্দুস সালাম পিন্টু এরা একত্রিত হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে এই হত্যাচেষ্টা সংঘটিত করেছিল।’

রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী সৈয়দ রেজাকুর রহমান বলেন, ‘আমরা রাষ্ট্রপক্ষ থেকে প্রতিটি মামলায় ২২৫ জন করে সাক্ষীর সাক্ষ্য প্রমাণ করেছি। সাক্ষ্য প্রদানের মাধ্যমে আমরা আদালতে যুক্তিতর্ক উপস্থাপনের সময় বলেছিলাম, সন্দেহের ঊর্ধ্বে থেকে আমরা আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। কাজেই আমাদের প্রত্যাশা ছিল আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা যেন প্রদান করা হয়।’
রায়ে আপনারা সন্তুষ্ট কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘আইনের শাসন চুলচেরা বিশ্লেষণ করে বিচারক এই রায় দিয়েছেন। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি।’

আরও পড়ুন: 


বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, তারেকের যাবজ্জীবন

‘রায়কে ঘিরে নৈরাজ্য সৃষ্টির কোনও ধরনের সুযোগ নেই’

আদালত এলাকায় নিরাপত্তা জোরদার

মামলার পলাতক আসামিরা কে কোথায়

অপারেশন কোড ‘হালকা নাস্তা

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আজ

তারেকের পূর্ণ সহযোগিতায় হামলাকারীরা কাজ করে: মুফতি হান্নান

/আরজে/এআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ