X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

উত্তরপত্র ঘষামাজা: আইডিয়ালের কাছে তৃতীয় দফা ব্যাখ্যা তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৮, ২৩:১০আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ২৩:৪৮

 

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভর্তি পরীক্ষার উত্তরপত্র ঘষামাজার ঘটনায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কাছে তৃতীয় বারের মতো ব্যাখ্যা তলব করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে ব্যাখ্যা দিতে সোমবার (২২ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে (মাউশি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বিদ্যালয়) আনোয়ারুল হকের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল, বনশ্রী ও মুগদা শাখায় ২০১৮ সালে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার খাতায় ঘষামাজা সংক্রান্ত অভিযোগের বিষয়ে তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে সত্যতা পাওয়া গেছে। এই অবস্থায় প্রতিষ্ঠানের অধ্যক্ষের সুস্পষ্ট ব্যাখ্যা দিতে দুই দফায় অনুরোধ করা হলেও এখনও তারা  পাঠায়নি। এ কারণে আগামী তিন কার্যদিবসের মধ্যে অধ্যক্ষের ব্যাখ্যা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে মাউশিকে নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশির পরিচালক (বিদ্যালয়) অধ্যাপক মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অধ্যক্ষের কাছে ১৫ দিনের সময় দিয়ে পরপর দুটি চিঠি পাঠিয়ে এমন কর্মকাণ্ডের ব্যাখ্যা চাওয়া হয়েছে। কিন্তু তিনি এখন পর্যন্ত তার উত্তর পাঠাননি। শিক্ষা মন্ত্রণালয় থেকে আবারও চিঠি দেওয়া হয়েছে।’
এদিকে, এ বিষয়ে মোবাইলফোনে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগমের কাছে জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে তার বিরুদ্ধে ‘ষড়যন্ত্র করা হচ্ছে’ বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২০১৮ সালের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ভর্তি পরীক্ষার উত্তরপত্রে ঘষামাজা করে ও রাবার দিয়ে মুছে ভুল উত্তরকে শুদ্ধ করে লেখা হয়। ফেল করা শিক্ষার্থীদের পাস করানো হচ্ছে। এক অভিভাবকের করা এমন অভিযোগের পর তদন্তেও তার প্রমাণ পায় ঢাকা জেলা প্রশাসনের এক তদন্ত কমিটি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে প্রতিবেদনটি জমা হয়েছে গত ৮ আগস্ট। তদন্ত প্রতিবেদনে ঘষামাজার প্রমাণ মিলেছে বলে উল্লেখ করা হয়।

 

/আরএআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!