X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৮, ২১:৫৩আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ২১:৫৫

 

৮ ফেব্রুয়ারি রায়ের পর আদালতে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন। তিনি বলেন, ‘খালেদা জিয়ার ফুসফুসের সংক্রমণ হয়েছে, এমন সন্দেহ করা হলে গত সপ্তাহে আমরা তার সিটিস্ক্যান করে দেখেছি। তার অবস্থা এখন স্থিতিশীল।’ শনিবার বাংলা ট্রিবিউনকে তিনি এই তথ্য জানান।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।ওই দিনই তাকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কারাবন্দি থাকাবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠনের অনুরোধ জানিয়ে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি চিঠি পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ অর্থোপেডিক বিভাগের ডা. শামসুজ্জামান শাহীনকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করে। এই কমিটির সুপারিশের  আলোকে খালেদা জিয়ার কিছু পরীক্ষা বিএসএমএমইউতে করানো হয়।  

এদিকে, গত ৫ জুন তিনি কারাগারে থাকা অবস্থায় মাথা ঘুরে পড়ে গেছেন বলে জানান বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী।  গত ৭ জুলাই বিএনপির পক্ষ থেকে আবারও বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাগারে থাকা অবস্থায় শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে।  পরবর্তী সময়ে আদালতের নির্দেশে কারা কর্তৃপক্ষ খালেদা জিয়াকে গত ৬ অক্টোবর বিএসএমএমইউ এর কেবিন ব্লকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি (খালেদা জিয়া) তো আরথ্রাইটিসে ভুগছেন। গলার মেরুদণ্ড শক্ত হয়ে যাচ্ছে। বাম পাশের মেরুদণ্ডে সমস্যা আছে। তার বাম হাত ও ঘাড়ের দিক শক্ত হয়ে যাচ্ছে।’

তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. মো. আব্দুল জলিল বলেন, ‘রিউমাটো আর্থ্রাইটিস রোগে আক্রান্ত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাম হাত বেঁকে গেছে এবং তিনি বাম কাঁধ নাড়াতে পারেন না।’ তিনি বলেন, ‘৩০ বছর ধরে খালেদা জিয়া এই রোগে ভুগছেন। এই রোগ কন্ট্রোলে না রাখার কারণে তার বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়েছে। তার বাম হাত বেঁকে গেছে, বাম কাঁধ নাড়াতে পারেন না, হাত ঝিম ঝিম করে। তার ঘাড়ে ও কোমরে ব্যথা আছে। তার বাম হিপ জয়েন্টে আরথ্রাইটিস আছে। তার দুই হাঁটু আগে থেকে রিপ্লেস করা, সেখানে কিছুদিন আগে ফুলে গিয়েছিল। ওষুধ দিয়ে তা ঠিক করা হয়েছে।’

/টিওয়াই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী