X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

১০ ডিসেম্বরের মধ্যে সব পরীক্ষা শেষ হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৮, ১৮:০৮আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১৮:১০

শিক্ষা মন্ত্রণালয় একাদশ জাতীয় সংসদ নির্বচান অনুষ্ঠানের লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসির নির্বাচনি পরীক্ষাসহ সব শ্রেণির বার্ষিক পরীক্ষা এগিয়ে আনতে প্রস্তুত শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৩১ অক্টোবর) নির্বাচন কমিশন থেকে ১০ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করার অনুরোধ করা হয়েছে।  এদিন, দুপুরে নির্বাচন কমিশনে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পর দেশের সব শিক্ষা বোর্ডকে এই নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এই প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ বলেন, ‘আমাদের প্রস্তুতি আগে থেকেই নেওয়া ছিল। আমরা ১০ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করার প্রস্তুতি নিয়ে রেখেছি। সেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।’

এর আগে গত ২০ সেপ্টেম্বর সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের জানিয়েছিলেন জাতীয় নির্বাচনের কারণে সব ধরনের পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেন, ‘আমরা বলে দিয়েছি, ডিসেম্বরের প্রথম দিকেই যেন পরীক্ষাগুলো শেষ করা হয়। ধারণা করা হচ্ছে, ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন হতে পারে। সে কারণে ডিসেম্বরের প্রথম দিকে যেন সব পরীক্ষা শেষ করা যায়, সে নির্দেশ দেওয়া হয়েছে।’

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাবলিক পরীক্ষা ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠানের নির্ধারিত দিন-তারিখ প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো তথ্যে বলা হয়েছে, জেএসসি-জেএসডি পরীক্ষা ১ নভেম্বর শুরু হয়ে তা শেষ হবে ১৫ নভেম্বর। ফল প্রকাশিত হবে ৩০ ডিসেম্বর।

এসএসসি নির্বাচনি পরীক্ষা ১ অক্টোবর শুরু হয়ে ১৪ অক্টোবর শেষ হয়েছে। ফল প্রকাশিত হবে ৫ নভেম্বর। এইচএসসির নির্বাচনি পরীক্ষা ২৪ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ৩ ডিসেম্বর। ফল প্রকাশিত হবে ১০ ডিসেম্বর।

মাধ্যমিক পর্যায়ের সব শ্রেণির বার্ষিক পরীক্ষা ২৮ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১১ ডিসেম্বর। ফল প্রকাশিত হবে ৩০ ডিসেম্বর।

নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ের বাইরে রয়েছে কেবল মাধ্যমিক পর্যায়ের একটি পরীক্ষা ১১ ডিসেম্বর। এই পরীক্ষার অনুষ্ঠানের বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের সব পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই শেষ হচ্ছে। একটি পরীক্ষা আমরা এগিয়ে এনে তা সম্পন্ন করবো।’

 

 

/এসএমএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী