X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পুলিশের ওপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগকারীদের দ্রুত ধরার নির্দেশ

রাফসান জানি
১৫ নভেম্বর ২০১৮, ০১:৩১আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ০১:৪৩

ডিএমপি

বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে পুলিশ সদস্যদের ওপর হামলা ও দুটি গাড়িতে অগ্নিসংযোগকারীদের দ্রুত খুঁজে বের করতে প্রতিটি থানায় নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্বাচনকে বানচাল করার জন্য পুলিশের ওপর এই হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। হামলা ও অগ্নিসংযোগকারীদের খুঁজে বের করতে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হচ্ছে।  

বুধবার (১৪ নভেম্বর) বিএনপির মনোয়ন বিক্রির তৃতীয় দিনে দলটির নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের গুলি ও টিয়ারশেলের আঘাতে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে বিএনপি। অপরদিকে বিএনপির নেতাকর্মীদের নিক্ষেপ করা ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন ২১ জন পুলিশ ও দুজন আনসার সদস্য। তারা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সন্ধ্যায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নিতে গিয়েছিলেন। এসময় আহত পুলিশ সদস্যরা কীভাবে হামলার শিকার হয়েছেন, তা ঊর্ধ্বতনদের কাছে তুলে ধরেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহতদের খোঁজ নেওয়ার সময় ডিএমপি কমিশনার, আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সারাদিনের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন তারা। হাসপাতালের অষ্টম তলায় আহতদের দেখার সময় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রীকে তারা জানান, ওদের (বিএনপির কর্মীদের) সব ধরনের প্রস্তুতি ছিল। পরিকল্পিতভাবে হামলা করেছে। আমাদের পুলিশ সদস্যরা আক্রমণে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না। আমাদের সদস্যরা তাদের রাস্তা থেকে সরে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেওয়ার কথা বলে। কিন্তু মির্জা আব্বাস ও তার স্ত্রী নেতাকর্মীদের দুটি মিছিল নিয়ে আসে। এরপর মিছিলের মধ্য থেকে হঠাৎ করেই পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করা হয়।

ঘটনাস্থলের একটি ছবি

এসময় ডিএমপি কমিশনার নিজের মোবাইলে থাকা বিভিন্ন ছবি দেখিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, ‘আল্লাহর রহমতে এসব ছবি ভাইরাল হয়েছে। সব মিডিয়ায় এসেছে। আমরা সেগুলো সংগ্রহ করে জড়িতদের চিহ্নিত করছি। অলরেডি সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমকে বলা হয়েছে। ছবিগুলো দেখে জড়িতদের শনাক্ত করে পরিচয় খুঁজে বের করার জন্য প্রতিটি থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

হাসপাতালের অষ্টম তলায় আহত পুলিশ সদস্য মো. আব্দুল মান্নান নিজেকে পল্টন থানার কনস্টেবল পরিচয় দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, ‘আমরা পাশে দাঁড়ানো ছিলাম। রাস্তা খালি করার জন্য বলা হচ্ছিল। হঠাৎ করে কোথায় থেকে কারা যেন ইট পাটকেল ছুড়তে শুরু করে। আমাদের মারধর করা হয়। আমরা কার্যালয়ের পাশে ছিলাম।’ তার ডান পায়ের হাঁটুতে ইটের আঘাত লেগেছে বলেও জানান তিনি।

নবম তলায় চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শিবলী নোমান। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে গেলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীসহ ঊর্ধ্বতনদের বলেন, ‘আমি রাস্তার উল্টা পাশে ছিলাম। হঠাৎ করে আমাদের ওপর চড়াও হয়। আমাদের অবরুদ্ধ করে ফেলে। পরবর্তীতে অন্যান্য পুলিশ সদস্যরা এসে উদ্ধার করেন।’

পুলিশ কমিশনার উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিকে উদ্দেশ বলেন, ‘নোমান সকাল থেকেই সেখানে ছিল। তাকে অবরুদ্ধ করার খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে তাকে (নোমান) উদ্ধারের জন্য ডিসি (মতিঝিল)সহ অন্যদের বলি। তাকে উদ্ধার করার পর সবাইকে ডিসি অফিসে চলে আসার জন্য বলি।’

উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে আমরা ধৈর্য ধরতে পেরেছি বলেই পরিস্থিতি আমাদের অনুকূলে রয়েছে।’

নবম তলার অন্য একটি কেবিনে চিকিৎসাধীন থাকা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের এসি মিশু বিশ্বাস পুলিশের ঊর্ধ্বতনদের বলেন, ‘আমি এপিসি ভ্যানের সঙ্গে ছিলাম। ওরা এটাও পুড়িয়ে দিতে চেয়েছিল। আমরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার কারণে আংশিক ক্ষতিগ্রস্ত হলেও গাড়িটি রক্ষা পায়। আমার ওপরও আক্রমণ করে।’

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিএমপি কমিশনার আহত পুলিশ সদস্যদের সুষ্টু চিকিৎসার জন্য হাসপাতালের দায়িত্বরতদের নির্দেশ দেন।

আহতদের খোঁজ নেওয়া শেষে হাসপাতালের নিচে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা হয়েছে। পুলিশের ওপর হামলা এবং পুলিশের গাড়ি পোড়ানো ছিল পূর্বপরিকল্পিত, উদ্দেশ্যমূলক। পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর সময় বিএনপি নেতাকর্মীদের যে উচ্ছ্বাস দেখা গেছে, তা-ই বলে দেয় এ হামলা করা হয়েছে আগে থেকে পরিকল্পনা করে।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভিডিও ফুটেজ ও ছবি দেখে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা হচ্ছে।

এ সংক্রান্ত সংবাদ: নয়াপল্টনে পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় ৩ মামলা 


 

 

/আরজে/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ