X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এমপিওভুক্ত হলেন বাদপড়া ২২৮ জন মাদ্রাসা শিক্ষক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ১৮:৪৭আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৮:৪৮

শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দাখিল ও আলিম স্তরের বাদপড়া ২২৮ জন শিক্ষককে এমপিওভুক্ত করার (মান্থলি মেমেন্ট অর্ডার) আদেশ দিয়েছে সরকার। এরমধ্যে দাখিল স্তরের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক ১৬৪ জন ও বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক ২১ জন এবং আলিম স্তরের বিজ্ঞান বিষয়ের প্রভাষক রয়েছেন ৪৩ জন। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত শ্রেণি শাখা অনুমোদনের বিপরীতে নিয়োগ দেওয়া শিক্ষকদের ২০১১ সালের ১৩ নভেম্বর পরিপত্র জারি করে এমপিও বন্ধ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়।

ওই পরিপত্রে বলা হয়েছিল, ‘এমপিও নির্দেশিকা ২০১০’-এ যাই থাকুক, পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠানের অতিরিক্ত শ্রেণিশাখা বা বিভাগ খোলার ক্ষেত্রে ওইসব বিষয়ের বিপরীতে নিয়োগ দেওয়া শিক্ষকদের বেতন-ভাতা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে বহন করতে হবে। সরকার এসব শিক্ষকদের বেতন-ভাতা বহন করবে না।

ওই নির্দেশের ফলে বিধি অনুযায়ী নিয়োগ পাওয়া শিক্ষকরা এমপিওভুক্ত হতে পারেননি। বাদপড়া এসব শিক্ষকের এমপিও দিতে গত আগস্টে সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। ওই সিদ্ধান্তের আলোকে বাদপড়া শিক্ষকদের এমপিওভুক্তির নির্দেশ দেওয়া হলো।

এসব শিক্ষককে ২০১৫ সালের ৮ সেপ্টেম্বরের পরিপত্র অনুযায়ী অনলাইনে এমপিওভুক্তির আবেদন করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়, এমপিওভুক্তির পর শিক্ষকরা ভাতা পাবেন, বেতন পাবেন না। শিক্ষকদের এমপিওভুক্ত করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

 

/এসএমএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ