X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ছেলে হত্যা মামলায় নূরুজ্জামান কাজল ৩ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৮, ১৮:০৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৮:২৩

বাসা থেকে বের করা হচ্ছে নূরুজ্জামান কাজলকে (ফাইল ছবি)

রাজধানীর বাংলামোটরে শিশু সন্তান সাফায়াত হত্যা মামলায় বাবা নূরুজ্জামান কাজলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকালে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল রিমান্ডের এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, আজ (বৃহস্পতিবার) মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) চম্পক চক্রবর্তী আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সূত্র আরও জানায়, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ‘মামলাটি খুনের অভিযোগে দায়ের করা হয়েছে। মামলার বাদী নিহতের মা চার মাস আগে স্বামী ও দুই সন্তানকে রেখে বাড়ি ছেড়ে চলে যান। তাকে ফিরে আসার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তিনি আসেননি। এখন এসে মামলা করেছেন। সন্তান মারা যাওয়ায় আসামি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এ ছাড়া, মগবাজারে বাবার বাড়ি লিখে দেওয়া নিয়ে আসামির সঙ্গে তার স্ত্রী ও ভাই-বোনের ঝামেলা চলছে। সবকিছু মিলিয়ে আসামি অসুস্থ। তার চিকিৎসা দরকার। এজন্য রিমান্ড বাতিল করে তার জামিন চাইছি আমি।’

অন্যদিকে, রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মাহমুদুল হক।

গতকাল বুধবার (৫ ডিসেম্বর) বাংলামোটরের ১৬ লিংকরোডে একটি বাসায় অভিযান চালিয়ে শিশু সাফায়াতের মরদেহ উদ্ধার ও তার বাবা নুরুজ্জামান কাজলকে আটক করে পুলিশ। এসময় কাজলের বড় ছেলে উদ্ধার করে মায়ের জিম্মায় দেওয়া হয়। এরপর রাতে সাফায়াতের মা মালিহা আক্তার প্রিয়া বাদী হয়ে কাজলের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

 

/টিএইচ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা