X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘ফিরবো না, ফিরবো না, মাকে ছাড়া ফিরবো না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৮, ১৩:৩২আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৪:১০

শ্রেণিশিক্ষক হাসনা হেনার মুক্তির দাবিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ শ্রেণিশিক্ষক হাসনা হেনার মুক্তির দাবিতে বিক্ষোভ করছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় গ্রেফতার হওয়া শ্রেণিশিক্ষিকা হাসনা হেনা নির্দোষ। তাকে মুক্তি দিতে হবে।

শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। বিকেল পাঁচটা পর্যন্ত তারা বিক্ষোভ করবে বলে জানিয়েছে। পাশাপাশি শ্রেণিশিক্ষিকা হাসনা হেনা কারামুক্ত না হওয়া পর্যন্ত কাল থেকে সব ক্লাশ ও পরীক্ষা বর্জন করবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের বিক্ষোভ এ সময় তারা শ্রেণি শিক্ষিকার মুক্তির দাবিতে প্ল্যাকার্ডে বিভিন্ন স্লোগান প্রদর্শন করে। মুক্তি চাই, মুক্তি চাই, হাসনা হেনার মুক্তি চাই; নির্দোষ নির্দোষ, আমার মা নির্দোশ; ফিরবো না, ফিরবো না, মাকে ছাড়া ফিরবো না, আমার মায়ের অপমান, মানবো না মানবো না; সুষ্ঠু তদন্ত চাই, আমার মায়ের মুক্তি চাই ইত্যাদি স্লোগান দিতে থাকে। 

শিক্ষিকার মুক্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা বিক্ষোভকারীদের দাবি, শিক্ষক হাসনা হেনা অত্যন্ত ভালো শিক্ষক। কিন্তু ষড়যন্ত্র করে তাকে কারাগারে রাখা হয়েছে। আমরা তার মুক্তি চাই। 

আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে জানায়, অরিত্রীর আত্মহত্যার ঘটনায় একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু কমিটির তদন্তের আগেই তাকে গ্রেফতার করা সম্পূর্ণ বেআইনি। কারণ এখনও প্রমাণ হয়নি যে তিনি দোষী। আমরা তার মুক্তি চাই।

শিক্ষকের মুক্তির দাবি

পরে দুপুর দেড়টার দিকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষার্থীরা। সেখানে কলেজ শাখার শিক্ষার্থী সুমাইয়া মাহমুদ মিতিকা, লামিয়া ইকবাল ও আদিবা হাসান জানায়, ‘আমরা শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে অসন্তুষ্ট। সিসি টিভির ফুটেজে আমরা দেখেছি তিনি (শিক্ষিকা হাসনা হেনা) শুধু অরিত্রীর বাবা-মাকে স্কুলের অধ্যক্ষের কক্ষ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এর বাইরে তিনি আর কিছু করেননি। এজন্য তিনি দোষী হতে পারেন না। একটা ন্যায়ের জন্য আমরা অন্য একটা অন্যায়কে সমর্থন দিতে পারি না। আমাদের ৬ দফা দাবির মধ্যেও তার নাম নেই। তিনি নির্দোষ। আমরা শিক্ষিকা হাসনা হেনার নিঃশর্ত মুক্তি চাই।
শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে শনিবারের জন্য আন্দোলন শেষ করার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। রবিবার (৯ ডিসেম্বর) থেকে আবারও স্কুলের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় তারা।

/এসএস/ওআর/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ