X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মনোনয়ন ফেরত পেতে উচ্চ আদালতে যাবেন খালেদা জিয়া

আমানুর রহমান রনি
০৮ ডিসেম্বর ২০১৮, ২০:১৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২০:৪৭

খালেদা জিয়া (ফাইল ছবি) নির্বাচন কমিশনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন ফেরতের আপিল নামঞ্জু হওয়ার পর তার আইনজীবীরা উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তারা মনে করেন, উচ্চ আদালতে তারা ন্যায়বিচার পাবেন। খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন। শনিবার (৮ ডিসেম্বর) রাতে খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

খালেদা জিয়ার আইনজীবী বলেন, ‘আমরা আপিলের আদেশের সার্টিফাইড কপি পাওয়ার জন্য ইসিতে আবেদন করেছি। নির্বাচন কমিশন থেকে আমাদের জানানো হয়েছে আগামীকাল (রবিবার) আমরা সার্টিফাইড কপি পাবো। আমরাও রবিবারই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবো।’

খালেদা জিয়ার এই আইনজীবী বলেন, ‘আমরা বিশ্বাস করি খালেদা জিয়া উচ্চ আদালতে ন্যায়বিচার পাবেন। তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।’

এর আগে শনিবার দুপুরে খালেদা জিয়ার তিনটি আসনের মনোনয়নের আপিলের শুনানি হয়। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বিরোধিতার মুখে ইসির সংখ্যাগরিষ্ঠের অভিমতের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় খালেদা জিয়ার আপিল নাকচ করে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। ফলে খালেদা জিয়া আপাতত নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।

সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, ‘আমি আমার কমিশনার রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন ও কবিতা খানম—এই তিনজনের পক্ষে রায় দিলাম। এই আপিল আবেদন মঞ্জুর হয়নি।’ পরে ইসি সচিব বলেন, ‘৪-১ ভোটে এই আপিল নামঞ্জুর হলো।’

/এআরআর/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ