X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক দলগুলোর ইশতেহারে যক্ষ্মা প্রতিরোধে অঙ্গীকার থাকা দরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৩আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২০:৫৩

গোলটেবিল বৈঠক ‘২০১৮ সালে দেশে প্রতি ১ লাখে ২২১ জন যক্ষ্মা রোগে আক্রান্ত হয় এবং  ৩৬ জন মৃত্যুবরণ করে।  প্রতি বছর নতুন করে যক্ষ্মা রোগে আক্রান্ত হচ্ছে ৩ লাখ ৬৪ হাজার জন। এই অবস্থায় রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে যক্ষ্মারোগ নির্মূলে অঙ্গীকার থাকা দরকার।’
সোমবার (১০ ডিসেম্বর) ‘সক্রিয় ভূমিকার মাধ্যমে যক্ষ্মারোগ শনাক্তকরণ ও রোগ প্রতিরোধ নিশ্চিতকরণ’ শীর্ষক সাংবাদিকদের সঙ্গে গোলটেবিল বৈঠকে এ কথা বলেন ন্যাশনাল টিউবার কিউলোসিস প্রোগ্রাম (এনটিপি) বাংলাদেশ অন গ্লোবাল ফান্ড অ্যান্ড এমডিআর-টিবি’র উপদেষ্টা ডা. মো. আব্দুল হামিদ সালিম।
মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে এনটিপি, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম ও ব্র্যাক যৌথভাবে এই বৈঠকের আয়োজন করেছে। ডা. মো. আব্দুল হামিদ সালিম বলেন, গত ১৭ বছরে ২৬ লাখ ৯৬ হাজার ৭১ জন যক্ষ্মারোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের এমবিডিসি অ্যান্ড টিবি-লেপ্রসি অ্যান্ড এএসপি প্রোগ্রামের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম বলেন, ১ হাজার ১শ ৫০টি কেন্দ্রে আমরা যক্ষ্মারোগের জীবাণু (কফ) পরীক্ষা করে থাকি। এই পরীক্ষার মাধ্যমে ৫০ ভাগ যক্ষ্মা রোগী শনাক্ত করা সম্ভব হয় না। আমরা এখন জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে যক্ষ্মা শনাক্তের কাজ করছি। ২০২০ সালের মধ্যে দেশের সব উপজেলায় জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে যক্ষ্মার জীবাণু পরীক্ষা করা হবে। তিনি বলেন, আমাদের লক্ষ্য ২০২২ সালের মধ্যে ৪০ লাখ যক্ষ্মা রোগীকে চিকিৎসার আওতায় আনা।
ব্র্যাকের কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড ওয়াশ প্রোগ্রামের পরিচালক ডা. আকরামুল ইসলাম বলেন, ‘যক্ষ্মা চার হাজার বছরের পুরানো একটি রোগ। একটি সময় এই রোগ হলে কেউ রক্ষা পেত না। কিন্তু এখন বাংলাদেশ সরকার সম্পূর্ণ বিনামূল্যে যক্ষ্মা রোগীকে ওষুধ দিয়ে এই রোগ নির্মূলে কাজ করে যাচ্ছে। এই অবস্থায় যক্ষ্মা রোগ নির্মূলে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার থাকা দরকার।’
এ সময় আরও বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিক্যাল অফিসার ডা. মায়া সাপাল নাগন, ডেমিয়েন ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর অং কে জি মং।
স্বাগত বক্তব্য রাখেন ব্রাকের কমিউনিকেশন ডিজিজ প্রোগ্রামের অ্যাসোসিয়েট ডিরেক্টর ডা. মাহফুজা রিফাত।

/টিওয়াই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত