X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাল-সবুজের আবাহনে বিজয় উৎসব উদযাপন

ঢাবি প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৮, ১৮:০৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৮:০৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাল-সবুজের আবাহনে বিজয় উৎসব উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় যেনো লাল-সবুজের রঙিন সাজে সজ্জিত হয়েছিল। যেদিকে চোখ যায়, সেদিকেই রঙের খেলা, একই রকম রঙের আবাহন কিন্তু ক্যানভাসের দৃশ্যগুলো ভিন্ন ভিন্ন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে ক্যাম্পাসে ঘুরতে আসা মানুষের পরনে থাকা লাল-সবুজের পোশাকের কারণেই দিনভর এ দৃশ্যের অবতারণা। রবিবার (১৬ ডিসেম্বর) টিএসসি, অপরাজেয় বাংলা, স্বোপার্জিত স্বাধীনতা, রাজু সন্ত্রাসবিরোধী ভাস্কর্য থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহবাগ পর্যন্ত লাল-সবুজের সমুদ্র হয়ে উঠেছিল। ঢেউয়ের পরতে পরতে কোথাও বয়জেষ্ঠ্য, কোথাও শিশু-কিশোর, কোথাও মাঝ বয়সী নারী-পুরুষ এবং তারুণ্যের অবিরত আসা-যাওয়ার উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে ক্যাম্পাস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাল-সবুজের আবাহনে বিজয় উৎসব উদযাপন

সকালে দেখা যায়, বিজয়ের শোভাযাত্রায় অংশ নিতে দুই বছরের ছোট শিশু তীর্থকে নিয়ে এসেছেন কাজী তিথি আহমেদ নামের একজন মা। তাদের সবার পরনে ছিল লাল-সবুজ রঙের জামা। নিজের ছেলেকে নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়ার অনুভূতির ব্যাপারে জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এরা এখনও অনেক ছোট। তাদের এখন থেকে আমাদের দেশের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া উচিত। সেই উদ্দেশ্যে এসব দিবসে তাদের নিয়ে আসা। যে কারণে প্রতিবছর আমার সন্তানদের নিয়ে মহান দিবসগুলোতে আসি। মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবসসহ সব দিবসে পরিবারকে নিয়ে চলে আসি। আমার সন্তান যখন লাল-সবুজ রঙের পোশাক পরে বের হচ্ছে, তখন সে লাল-সবুজকে ধারণ করেই বের হচ্ছে।’

লাল-সবুজের পাঞ্জাবি পরে বিজয় উৎসবে এসেছেন মুক্তিযোদ্ধা মিজানুর রহমান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি দেশকে ভালবাসি। আমাদের পতাকাকে ভালবাসি। এই পতাকার জন্যই আমরা ৩০ লাখ মানুষ জীবন দিয়েছি। আজকের দিনে শহীদের প্রতি সম্মান জানাতে আমি এখানে আসছি। সারাদিন ঘুরে বেড়াব। আমার খুবই ভালো লাগছে।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাল-সবুজের আবাহনে বিজয় উৎসব উদযাপন

এদিকে সকাল ১১টার দিকে একটি লাল-সবুজের বর্ণিল শোভাযাত্রার আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট, যা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগে প্রজম্ম চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাতে কিশোর-কিশোরীদের লাল-সবুজের পোশাক পরে অংশগ্রহণ করতে দেখা যায়। শোভাযাত্রায় শেষে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা গোলাম কুদ্দুস। তিনি বলেন, ‘আজকে মহান দিবসে ছোট ছোট ছেলে-মেয়েরা লাল-সবুজের জামা পরে এবং জাতীয় পতাকা হাতে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। এতে আমরা বহন করেছি বিশাল জাতীয় পতাকা। আমরা বহন করেছি আমাদের মহান মুক্তিযুদ্ধের নায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং চার জাতীয় নেতার প্রতিকৃতি। আমরা জাতীয় পতাকা এবং জাতীয় নেতাদের আদর্শ ধারণ করে তরুণ প্রজম্মকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাল-সবুজের আবাহনে বিজয় উৎসব উদযাপন

লাল-সবুজের শাড়ি পরে বিজয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুপ্তি দাস চৈতী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা তরুণ প্রজম্ম মহান মুক্তিযুদ্ধে অংশ নিতে পারিনি কিংবা দেখি নি। কিন্তু তখনকার প্রজন্মকে পেয়েছি। তাদের কষ্টটা সবসময় আমরা ভাবি। তারা যেমন বিরুদ্ধ শক্তিকে শক্ত হাতে দমন করেছে, বর্তমানে এসে আমরাও যাতে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে দমন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি।’  

ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাল-সবুজের আবাহনে বিজয় উৎসব উদযাপন

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কারক নাট্য সম্প্রদায়ের পক্ষ থেকে মানুষের মধ্যে জাতীয় পতাকা বিলি করার কর্মসূচি দেখা গেছে। এ বিষয়ে কথা হয় এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক শংকর সাওজালের সঙ্গে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ২৪ বছরধরে মুক্তিযুদ্ধের প্রতিটি দিবসে শিশু, কিশোর এবং মানুষের হাতে জাতীয় পতাকা তুলে দিচ্ছি। একটি শিশু যখন তার শৈশব চেতনা থেকে বলবে- আমি জাতীয় পতাকা পেয়েছি এই টিএসসিতে বা রাস্তার কোনও জায়গায়, তখন তার মধ্যে একধরনের চেতনা জাগ্রত হবে। আমরা অনেকে মুখে অনেক কথা বলি, কিন্তু প্রজম্মদের জন্য এধরনের কাজগুলো করলে দেশের প্রতি তাদের ভালোবাসা জম্মাবে। সেই চিন্তা থেকে আমি এতো বছর ধরে বিনা টাকায় সবাইকে পতাকা দিয়ে আসছি।’    

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন