X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঐতিহ্যকে রক্ষা করে উন্নয়ন করতে হবে: সিরাজুল ইসলাম চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৯, ২০:৩০আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২০:৩২

বক্তব্য রাখছেন প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, উন্নয়ন হবে, তবে সতর্কভাবে ঐতিহ্যকে রক্ষা করে উন্নয়ন করতে হবে। 

শুক্রবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট অ্যালামনাই আয়োজিত এক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) খেলার মাঠে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঢাকা থেকে এখন বাগান হারিয়ে যাচ্ছে। সব বেদখল হয়ে যাচ্ছে। এটাকে রোধ করতে হবে। উন্নয়ন হবে, তবে সতর্কভাবে ঐতিহ্যকে রক্ষা করে উন্নয়ন করতে হবে। এখন সব প্রাইভেট হয়ে যাচ্ছে, কিন্তু প্রাইভেট কতটুকু মান ধরে রাখতে পেরেছে, সেটি নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। অনেক সরকারি প্রতিষ্ঠান প্রাইভেটাইজেশন করা হচ্ছে লোকসানের কারণে। আর প্রাইভেট হয়ে তারা শ্রমিক ঠকাচ্ছে, মান কমাচ্ছে। তারপর আপাতদৃষ্টিতে মনে হচ্ছে তারা লাভ করছে। আমরা ব্যক্তিতান্ত্রিক পর্যায়ে আছি, তাই পুঁজিবাদ আরও  বেগবান হচ্ছে। এতে আমরা ঠকছি।’

তিনি আরও বলেন, ‘এখনকার পুনর্মিলনী অনুষ্ঠান অনেকটা ব্যবসায়িক মেলায় পরিণত হয়েছে। কিন্তু আজকে বুয়েটের এ মিলন অন্তরের, ব্যবসার নয়।’

সভাপতির বক্তব্যে বুয়েট অ্যালামনাইয়ের সভাপতি জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘২০০৯ সালে বুয়েট অ্যালামনাইয়ের প্রথম মহাপুনর্মিলনী শুরু হয়। ধারাবাহিকভাবে প্রতিবছর এই মেলা চলছে। এ বছর প্রায় চার হাজার স্নাতক ও তাদের পরিবার, বন্ধু-বান্ধবের সমাগম ঘটেছে। ভবিষ্যতে আরও  বড় আকারে এই পুনর্মিলনী হবে বলে আশা রাখি।’

অনুষ্ঠান শেষে খেলাধুলা, পুতুল নাচ, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা উৎসবে মেতে ওঠেন। ছোটদের জন্য ছবি আঁকার প্রতিযোগিতা, নারীদের পিলো পাসিংয়ের মতো পরিবারের সবার জন্যই ছিল বয়সভিত্তিক আলাদা আয়োজন। বিকালে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ পর্ব।

এর আগে অনুষ্ঠানে বুয়েটের ১১টি বিভাগের স্নাতক পরীক্ষায় স্বর্ণপদকপ্রাপ্ত ছাত্রছাত্রীদের বিশেষ সম্মাননা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন— বুয়েটের উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম, বুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, বুয়েট অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাদিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড