X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

জামিন মেলেনি ফারমার্স ব্যাংকের বাবুল চিশতীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ১২:১৫আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৫:০৭

বাবুল চিশতী ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা ও নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর (বাবুল চিশতী) বিরুদ্ধে ভ্রমণ ভাতা বাবদ প্রায় সাড়ে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট।

চিশতির জামিন বিষয়ে জারি করা রুল খারিজ করে বুধবার (৩০ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না ও দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার মাহবুব শফিক।

এর আগে ২০১৮ সালের ৮ আগস্ট রাজধানীর গুলশান থানায় মামলাটি করেন দুদকের উপ-সহকারী পরিচালক মো. সহিদুর রহমান। এ মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত গত বছরের ৪ নভেম্বর জামিন আবেদন নামঞ্জুর করলে বাবুল চিশতীর পক্ষে ১৮ নভেম্বর হাইকোর্টে জামিন আবেদন করা হয়।

পরে গত ১৯ নভেম্বর তাকে কেন জামিন দেয়া হবে না সেই মর্মে চার সপ্তাহের রুল দেন হাইকোর্ট।

প্রসঙ্গত, মামলার এজাহারে বলা হয়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংকের প্রচলিত বিধি উপেক্ষা করে ব্যবসায়িক বৈঠকের নামে ২০১৭ সালের ১৯ থেকে ২৮ আগস্ট পর্যন্ত লন্ডন ও আরব আমিরাত ভ্রমণ করেন চিশতি। ওই সফরের ভ্রমণ ভাতা বাবদ ব্যাংকের ৯ লাখ ২৪ হাজার ৬৭৩ টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন তিনি।

দুদকের দায়ের করা এজাহার মতে, বিদেশে ব্যবসায়িক ওই সফরটি ছিল ব্যাংকের ব্যবস্থাপনা কাজের অংশ। ব্যাংকের বিধি মোতাবেক ওই ভ্রমণে পরিচালনা পর্ষদের কোনও সদস্যের যাওয়ার সুযোগ নেই। সফরে যাওয়ার কথা ব্যাংকের ব্যবস্থাপনায় যুক্ত কর্মকর্তাদের। তারপরও মাহবুবুল হক চিশতী অবৈধ প্রভাব খাটিয়ে এই সফরে যান, যা ব্যাংকের অর্থে বিদেশ ভ্রমণ ছাড়া আর কিছুই না।

দুদকের অনুসন্ধান শেষে দণ্ডবিধির ৪০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় চিশতির বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন অবস্থায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন আছে।

/বিআই/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শর্টকাটে বড়লোক হতে গিয়ে
শর্টকাটে বড়লোক হতে গিয়ে
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?