X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সোনার গহনা ও টাকার জন্যই খুন করা হয় মাহফুজা চৌধুরীকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৫

মাহফুজা চৌধুরী সোনার গহনা ও টাকা লুটের জন্য পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে বলে ধারণা করছে পুলিশ। তবে এই খুনের পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার।

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো—গৃহকর্মী সরবরাহকারী রুনু ওরফে রাকিবের মা এবং গৃহকর্মী স্বপ্না ওরফে রিতা আক্তার। মাহফুজা চৌধুরীকে হত্যার পর তার মোবাইল ফোনটি নিয়ে যায় তারা।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর নিউমার্কেট থানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিসি মারুফ হোসেন সরদার।
উল্লেখ্য, গত রবিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সুকন্যা টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে মাহফুজা চৌধুরী পারভীনের লাশ উদ্ধার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে মারুফ হোসেন সরদার আরও জানান, ওই বাসায় গৃহকর্মী সরবরাহকারী রুনু ওরফে রাকিবের মাকে মিরপুর থেকে গ্রেফতার করা হয়। তাকে সঙ্গে নিয়ে এ মামলার আরেক আসামি স্বপ্না ওরফে রিতা আক্তারকে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে নেত্রকোনার মদন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তবে এই ঘটনায় অভিযুক্ত অন্য গৃহকর্মী রেশমা ওরফে রুমা পলাতক রয়েছে। গ্রেফতার স্বপ্নার কাছ থেকে একটি সোনার চেইন ও সাত হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি এই হত্যার কথা স্বীকার করেছে। ওই বাসায় কাজ নেওয়ার সময় স্বপ্না ও রেশমা ভুয়া ঠিকানা ও পরিচয় দিয়েছিল। তাই স্বপ্নাকে গ্রেফতার করতে অনেক বেগ পেতে হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘মাহফুজা চৌধুরীকে হত্যার তার ডায়েরির ভেতর থেকে রেশমা ও স্বপ্না তাদের ছবি ও লেখা ঠিকানা নিয়ে যায় তারা। তারা মাহফুজার মোবাইল ফোনটিও নিয়ে যায়। এ কারণে অন্য গৃহকর্মী রেশমার কোনও তথ্য এখনও পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। গ্রেফতার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ গৃহকর্মী রেশমাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলেও জানান তিনি।
নিউমার্কেট থানা সূত্রে জানা গেছে, গৃহকর্মী স্বপ্না ও রেশমা দুজনই এই হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল। মাহফুজা চৌধুরীকে বালিশ চাপা দিয়ে তারা শ্বাসরোধে হত্যা করেছে।
নগরবাসীকে অনুরোধ জানিয়ে ডিসি মারুফ হোসেন সরদার বলেন, ‘আপনারা বাড়িতে কোনও গৃহকর্মী নিয়োগ দিলে তার নাম,পরিচয় ও ঠিকানা রাখুন। এগুলো যাচাই-বাছাই করে পরিবারের একাধিক ব্যক্তির কাছে রাখুন। সংশ্লিষ্ট থানায় একটি কপি জমা দিন। এতে কেউ যদি অপরাধ করে তবে তাকে খুঁজে বের করা সম্ভব হবে।’

/এসজেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত