X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হিটলার এ. হালিম পেলেন বন্ধু-ইউএনএইডস মিডিয়া অ্যাওয়ার্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪২

বন্ধু-ইউএনএইড মিডিয়া আওয়ার্ড গ্রহণ করছেন বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক হিটলার এ. হালিম

বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক হিটলার এ. হালিম পেলেন বন্ধু-ইউএনএইডস মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৮। সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে ১৩ বিজয়ীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। এতে তৃতীয় স্থান অর্জন করেন তিনি। এই পুরস্কারের প্রবক্তা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এতে সহযোগিতা করেছে ইউএনএইডস।

পুরস্কার প্রাপ্ত প্রথম তিনজনকে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ দেওয়া হয়। অবশিষ্টদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। পুরস্কারের জন্য গঠিত বিচারক প্যানেল গত বছর বিভিন্ন গণমাধ্যমে হিজড়াদের ওপর প্রকাশিত প্রতিবেদন যাচাই বাছাই করে চূড়ান্তভাবে ১৩ জনকে নির্বাচন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন্ধু’র চেয়ারপারসন আনিসুল ইসলাম হিরু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান।
তিনি বলেন, ‘হিজড়াদের বিষয়ে আমাদের মাইন্ডসেটে পরিবর্তন আনতে হবে। সবার আগে পরিবর্তন হতে হবে বাবা-মাকে। কারণ, মূল সমস্যা ঘরেই তৈরি হয়।’ অনুষ্ঠানে বস্ত্রমন্ত্রীকে শুধু হিজড়াদের জন্য অন্তত দুটি গার্মেন্টস তৈরির অনুরোধ করবেন বলেও জানান তিনি, যাতে সেখানে ১০-২০ হাজার হিজড়ার কর্মসংস্থানের ব্যবস্থা হয়।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, ‘হিজড়াদের জন্মে তাদের কোনও হাত নেই। তাহলে বিরূপ আচরণ কেন তাদের প্রতি?’ তিনি হিজড়াদের মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউএনএইডসের কান্ট্রি ম্যানেজার ড. সায়মা খান, বন্ধুর নির্বাহী পরিচালক সালেহ আহমেদ ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।
এর আগে মাল্টিমিডিয়া উপস্থাপনায় হিজড়াদের গাওয়া জাতীয় সঙ্গীত পরিবেশনা দেখানো হয়। এছাড়া মনোমুগ্ধ নৃত্য পরিবেশন করেন অনন্যা বণিক হিজড়া।

পুরস্কার প্রাপ্ত অন্যরা হলেন আপেল মাহমুদ (এটিএন বাংলা), আরেফিন তানজিব (চ্যানেল আই অনলাইন), বিলকিস ইরানী (ঢাকা ট্রিবিউন), গোলাম রসুল (এশিয়ান এজ), হাসান আল জাভেদ (আমাদের সময়), মো. মিজানুর রহমান চৌধুরী (যুগান্তর) মোহাম্মদ গোলাম রাব্বানী (দি নিউ নেশন), নওয়াজ ফারহিন অন্তরা (ঢাকা ট্রিবিউন), অভি ইসলাম (আরটিভি), রাব্বি ইবনে সিদ্দিকী (যমুনা টেলিভিশন), সাজ্জাদ মাহমুদ খান (আলোকিত বাংলাদেশ) ও শাহাদাত হোসাইন (দেশ টিভি)।

/এইচএএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা