X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

সভাপ‌তিসহ ছয়টি পদে আ. লীগ, সম্পাদকসহ আটটিতে বিএনপি জয়ী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৯, ১৫:৩৮আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৫:৪৫

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১৪ টি পদের মধ্যে বিএনপি সমর্থিত নীল প্যানেল সম্পাদক প‌দসহ আটটি পদে বিজয়ী হয়েছে। পাশপাশি সরকার সম‌র্থিত প্যানেল সাদা দ‌ল সভাপ‌তি পদসহ ছয়টি পদে জয়লাভ করেছে। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হল রুমে এ ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার, জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।
নির্বাচনে আওয়ামী লীগ প্যানেল থেকে সভাপতি এবং একজন সহ-সভাপতি, একজন সহ-সম্পাদক ও তিনজন সদস্য পদে জয়ী হয়েছেন। আর বিএনপি প্যানেল থেকে সম্পাদক, একজন সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, একজন সহ-সম্পাদক ও চারজন সদস্য পদে জয়ী হয়েছেন।
সভাপতি পদে এম আমিন উদ্দিন পেয়েছেন ৩ হাজার ২২৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ জে মোহাম্মদ আলী পেয়েছেন ২ হাজার ৪৪৩ ভোট। আর সম্পাদক পদে এ এম মাহবুব উদ্দিন খোকন পেয়েছেন ৩ হাজার ৫৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুন নুর দুলাল পেয়েছেন ২ হাজার ৬৪৯ ভোট।
সহ সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপির আব্দুল বাতেন (২ হাজার ৮৫৬ ভোট) ও আওয়ামী লীগের মো. জসিম উদ্দিন (২ হাজার ৮৪৯ ভোট)।
কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন বিএনপির মো. ইমাম উদ্দিন (২ হাজার ৯৪৭ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. সৈয়দ আলম টিপু পেয়েছেন ২ হাজার ৮৩০ ভোট।
সহ-সম্পাদক পদে (দুইটি পদ) জয়ী হয়েছেন আওয়ামী লীগের কাজী শামছুল হাসান শুভ (২ হাজার ৭২৯ ভোট) এবং বিএনপির শরিফ ইউ আহমেদ (২ হাজার ৭২২ ভোট)।
সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে আফিফা আফরোজ, মো. শামিম সরদার ও চঞ্চল কুমার চোধুরী জয়ী হয়েছেন। অন্যদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন কাজী আক্তার হোসেন, রাশিদা আলিম ঐশী, মো. ওসমান চৌধুরী এবং সৈয়দা শাহিন আরা লাইলী।
ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এম আমিন উদ্দিন বলেন, ‘আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা অক্ষরে অক্ষরে পালন করবো। আপনাদের সহায়তা নিয়ে একটি সুন্দর বার উপহার দেবো।’ অন্যদিকে টানা সপ্তম বারের মতো সম্পাদক নির্বাচিত হওয়ার পর এ এম মাহবুব উদ্দিন খোকন তার প্রতিক্রিয়ায় কারাগারে বন্দী খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন।
এর আগে গত ১৩ ও ১৪ মার্চ দু’দিন এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে পাওয়া তথ্য অনুসারে, নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৫ হাজার ৮২১ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রসঙ্গত, প্রতিবছর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৮-১৯ সালের নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা নিরঙ্কুশ জয় পায়। সভাপতি, সম্পাদকসহ ১০টি পদে জয় লাভ করে এই প্যানেল। অন্যদিকে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) সমর্থিত প্রার্থীরা চারটি পদে জয় লাভ করে।

/বিআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা