X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জেনেভা ক্যাম্পে মাদকসহ শতাধিক ব্যবসায়ী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৯, ১৭:৪১আপডেট : ২২ মার্চ ২০১৯, ১৯:২২

জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে আটক ব্যক্তিদের কয়েকজন রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত শতাধিক মাদক ব্যবসায়ীকে আটক  করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১২ জন নারীও রয়েছেন।

শুক্রবার (২২ মার্চ) ভোর পাঁচটা থেকে বেলা ১১টা পর্যন্ত মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী এই বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ক্যাম্পের বিভিন্ন স্পট থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান অভিযান শেষে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ‘র‌্যাবের  প্রায় পাঁচ শতাধিক সদস্য নিয়ে জেনেভা ক্যাম্পের চারপাশ ঘিরে ফেলা হয়। এরপর তল্লাশি চালানো হয়। রাজধানীর বিভিন্ন জায়গায় যে পরিমাণ মাদক ছড়িয়ে পড়েছে, তার উল্লেখযোগ্য একটি অংশ  জেনেভা ক্যাম্প থেকে সরবরাহ করা হয় বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।’ অভিযানের কারণে মাদক কিছুটা কমলেও ব্যবসায়ীরা কৌশল পাল্টে ফের বিভিন্ন উপায়ে মাদক বিক্রি ও সরবরাহের কাজ শুরু করছে।’

জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান

মুফতি মাহমুদ বলেন, এখানে মাদক আসার পর সেগুলো সরবরাহের জন্য ছোট ছোট শিশুদের ব্যবহার করা হচ্ছে। আমরা যাদের আটক করেছি, তাদের মধ্যে অন্তত ১০ জন ইয়াবা ট্যাবলেটের বড় ডিলার রয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কিছু ব্যবসায়ী এর আগেও গ্রেফতার হয়েছিল। তারা জামিনে বের হয়ে পুনরায় একই ব্যবসা শুরু করে।’

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

/এসজেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ