X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গ্রেফতারকৃত রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী সাবেক ছাত্রদল নেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৯, ১৩:০৪আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৫:৫৩

আশেক আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধ ও রাষ্ট্রবিরোধী গুজব, অপপ্রচার চালানোয় অভিযোগে গ্রেফতার করা আশেক আহমেদ (৪০) ছাত্রদলের সাবেক নেতা। র‍্যাব জানিয়েছে, আশেক নিজেকে নাটোর জেলা ‘জাতীয়তাবাদী সাইবার দল’ এর সভাপতি বলে দাবি করেছেন। রবিবার রাত ১১টার দিকে তেজগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৩ এর অধিনায়ক এমরানুল হাসান সোমবার দুপুরে কাওরান বাজার সংবাদ সম্মেলনে বলেন, আশেক তার ফেসবুক পেজে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর, বিতর্কিত ও কটাক্ষপূর্ণ মন্তব্য করে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী প্রপাগান্ডা চালিয়েছে। এছাড়াও তিনি জাতীয় নেতাদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও ছবি পোস্ট করেছেন।

জিজ্ঞাসাবাদে আশেক জানায়, ছাত্রজীবন থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে অধ্যয়নকালে বঙ্গবন্ধু হলের ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।

আশেক আহমেদ র‍্যাব কর্মকর্তা এমরান বলেন, ‘২০১০ সালে রাজনৈতিক পট পরিবর্তন হলে সে ইতালিতে চলে যায় এবং ২০১৪ সালে দেশে এসে বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়।’

আশেক নিজেকে নাটোর জেলার স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এবং নাটোর জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি বলে দাবি করছেন।

র‍্যাব কর্মকর্তার অভিযোগ, ফেব্রুয়ারিতে পুলিশ সাইবার অপরাধী হিসেবে তাকে আটক করেছিল। এরপর মুচলেকা দিয়ে তিনি ছাড়া পান। তাকে এসব অপপ্রচারের বিষয়ে আগেই সতর্ক করা হয়েছিল। তিনি ইতালি থেকে ফিরে নিজেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেও মিশে যাওয়ার চেষ্টা করে। বিভিন্ন কার্যক্রমের অংশ নিতো। এর আড়ালে তিনি এসব অপপ্রচারের লিপ্ত ছিল। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয়েছে।

 

 

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ