X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এক দিন পিছিয়ে ২৭ মার্চ থেকে চক্রাকার বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৯, ২০:৫২আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২১:০৪



‘বঙ্গবন্ধু উৎসব ২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র সাইদ খোকন বুধবার (২৭ মার্চ) থেকে রাজধানীর ধানমন্ডিতে চক্রাকার বাস সার্ভিস চালু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এ বিষয়ে মেয়র বলেছেন, ‘মঙ্গলবার  (২৬ মার্চ) চক্রাকার বাস সার্ভিস চালু করার কথা ছিল। কিন্তু সেদিন রাষ্ট্রীয় কাজে ওই এলাকায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর চলাচল থাকবে।  তাই একদিন পিছিয়ে ২৭ মার্চ সকাল ১১টায় ওই এলাকায় এ সার্ভিস উদ্বোধন করা হবে।’

সোমবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর আজিমপুর কলোনি মাঠে সপ্তাহব্যাপী ‘বঙ্গবন্ধু উৎসব ২০১৯’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

এ সময় সাঈদ খোকন বলেন, ‘আমরা তিনটি স্পটে চক্রাকার বাস সার্ভিস চালু করবো।  প্রথমে ধানমন্ডিতে এই সার্ভিস চালু করা হবে। এর মাধ্যমে ধানমন্ডি এবং অন্যান্য এলাকার মানুষজন সুবিধা পাবেন।’

দক্ষ চালকের অভাব রয়েছে জানিয়ে মেয়র বলেন, ‘আমরা প্রশিক্ষিত চালক তৈরির জন্য কাজ করছি। প্রশিক্ষিত চালকের অভাবে সড়কে দুর্ঘটনা ঘটে। অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালককে বাস চালাতে দেওয়া হবে না। ট্রেনিং সেন্টারের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ইতোমধ্যে জমি দিতে সম্মত হয়েছে।’

এ সার্ভিসের নির্ধারিত ভাড়া প্রসঙ্গে তিনি জানান, ‘এসি, নন-এসি বাসের ভাড়া বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) তালিকা অনুযায়ী হবে। তবে তা অন্য যানবাহনের তুলনায় কম হবে। দূরত্ব ভেদে ১০, ২০, ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হবে।’

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, নজরুল ইসলাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় সাঈদ খোকন উপস্থিত শিক্ষার্থীদের মুজিব কোট উপহার দেন। সপ্তাহব্যাপী এ মেলায় নাগরদোলা, রক্তদান, আইটি প্রশিক্ষণ, জাদু শিক্ষা ইত্যাদি স্থান পেয়েছে।

প্রসঙ্গত, চক্রাকার এ বাস সার্ভিসে বিআরটিসির ২০-২৫টি বাস থাকবে বলে জানা যায়। এতে ৩৬টি স্পট করে দেওয়া হবে। এসব স্পটে বাসগুলো এসে নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করবে। এসব কাউন্টারে প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর একটি করে বাস আসবে। অল্প সময় অপেক্ষা করে যাত্রী নিয়ে চলে যাবে। এ এলাকায় অন্য বাস চলবে না।

 

/এসএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ