X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

উৎসবে অন্যান্য দেশে পণ্যের দাম কমলেও বাংলাদেশে বাড়ে: আতিকুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৯, ২২:১৯আপডেট : ০৭ মে ২০১৯, ২২:২০

কারওয়ানবাজারে ‘পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রাম ২০১৯’-এর উদ্বোধন অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম ও অন্যরা বিশ্বের অন্যান্য দেশে উৎসবগুলোতে পণ্যের দাম কমলেও বাংলাদেশে বাড়ে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি অসাধু ব্যবসায়ীদের বিবেক জাগ্রত করে ভেজালমুক্ত, সঠিক ওজন এবং কম দামে পণ্য বিক্রি করার জন্য আহ্বান জানান।

মঙ্গলবার (৭ মে) বেলা ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতি আয়োজিত ‘পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রাম ২০১৯’-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উৎসবে পণ্যের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে মেয়র বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশে উৎসব-আনন্দে পণ্যের দাম কমে অথচ কোনও কারণ ছাড়াই বাংলাদেশে দাম বাড়ানোর একটা প্রবণতা অসাধু ব্যবসায়ীদের মধ্যে দেখা যায়। যা একেবারেই কাম্য নয়। রমজান ইবাদতের মাস। তাই ধর্মীয় ও নৈতিকতার দিক থেকেও এটি উচিত নয়।’

আতিকুল ইসলাম আরও বলেন, ‘প্রতিটি দোকানে মূল্যতালিকা প্রকাশ্যে প্রদর্শন করা বাধ্যতামূলক। নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য গ্রহণ কিংবা ভেজাল দ্রব্য বিক্রি করার চেষ্টা করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি ব্যবসায়ীদের পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রামকে সাধুবাদ জানান। সেই সঙ্গে ডিএনসিসির ৪৩টি মার্কেটে এই ক্যাম্পেইন আয়োজনের আহ্বান জানান।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এসএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‌‘গরমে অসুস্থ’ হয়ে শ্রমিকের মৃত্যু
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‌‘গরমে অসুস্থ’ হয়ে শ্রমিকের মৃত্যু
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা