X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বাণিজ্যিক আইনগুলো যুগোপযোগী করা হবে: প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৯, ১৮:৪৩আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১৮:৪৬



সেমিনারে বক্তব্য রাখছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন একটি গণতান্ত্রিক সমাজের মূল অংশে বাণিজ্যিক বিষয় যুক্ত রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক কিংবা অভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত আইনগুলোকে যুগোপযোগী করে তোলা হবে।’ শনিবার (৭ জুলাই) সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস কমপ্লেক্সে ‘কমার্শিয়াল লিগ্যাল প্রাকটিস অ্যান্ড রিসেন্ট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘কিছু বিশেষ কারণে বাংলাদেশে বাণিজ্যিক লেনদেন উৎসাহ জোগাতে পারছে না। সেক্ষেত্রে বাণিজ্যিক আপত্তি নিষ্পত্তিতে আইনজীবী ও বিচারকদেরও দেশের বাণিজ্যিক আইনগুলো সম্পর্কে জানা থাকা উচিত। এছাড়া, বাংলাদেশে ব্যবসা করার সহজতর উন্নতির জন্য ওয়ান-স্টপ সেবা অবিলম্বে চালু করার প্রয়োজন রয়েছে।’

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আমাদের এ বিষয়টি স্বীকার করতে হবে যে, বাণিজ্যিক আইন প্রণয়ন ও আনুষ্ঠানিক বিচারের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নয়ন জড়িত। তাই আন্তর্জাতিক বাণিজ্যিক সালিসি, আন্তর্জাতিক ব্যবসা ও অর্থনৈতিক বিরোধ নিষ্পত্তির প্রয়োজনে আমাদের আন্তর্জাতিক আইনের সুযোগ ও গুরুত্বকে কাজে লাগাতে হবে। কারণ, বিশ্বের প্রতিটি অঞ্চলের শিল্প বা আন্তর্জাতিক ক্রিয়াকলাপের সঙ্গে আমরা কোনো না কোনোভাবে যুক্ত।’

আপিল বিভাগের সিনিয়র বিচারপতি ও বিচার বিভাগীয় সংস্কারের জন্য সুপ্রিম কোর্টে গঠিত বিশেষ কমিটির চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ ইমান আলীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশে আবাসিক প্রতিনিধি সুদীপ মুখার্জী। এ সময় বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
বাসচাপায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত
বাসচাপায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড