X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘যতদিন বেঁচে থাকবো, মা ও চিকিৎসকদের কাছে কৃতজ্ঞ থাকবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৯, ১৮:৫০আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৯:৪৮

সংবাদ সম্মেলনে মা রোকসানা বেগম ও ছেলে সিরাতুল ইসলাম সফলভাবে লিভার প্রতিস্থাপন হওয়ায় মা ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিরাতুল ইসলাম। তিনি বলেন, ‘আমার মায়ের জন্য আমি জীবন ফিরে পেয়েছি। আর চিকিৎসকরা দরদের সঙ্গে আমার চিকিৎসা করেছেন। যতদিন বেঁচে থাকবো, আমার মা ও চিকিৎসকদের কাছে কৃতজ্ঞ থাকবো।’ বৃহস্পতিবার (১৮ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিল্টন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এক আবেগঘন পরিবেশে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, গত ২৪ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এই লিভার প্রতিস্থাপন করা হয়। এদিন, ছেলে সিরাতুল ইসলামকে নিজের লিভারের ৬০ শতাংশ দান করেন মা রোকসানা বেগম। ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত লিভার প্রতিস্থাপনের কার্যক্রম চলে। বিএসএমএমইউর হেপাটোবিলিয়ারি ও প্যানক্রিয়েটিক এবং লিভার ট্রান্সপ্লান্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খানের নেতৃত্বে বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়সহ প্রায় ৬০ জনের একটি দল এই কার্যক্রমে সেদিন অংশ নেয়। সফলভাবে লিভার প্রতিস্থাপনের পর ২৫তম দিনে মা ও ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এ উপলক্ষে তাদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে সিরাতুল ইসলামের পাশে ছিলেন মা রোকসানা বেগম। প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সিরাতুল ইসলাম। এ সময় মা ও ছেলের হাতে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় বক্তব্য দিতে গিয়ে মা-ছেলে দু’জনই আবেগপ্রবণ হয়ে পড়েন। ছেলে সিরাতুল ইসলাম বলেন, ‘‘আমার আরও চার ভাইবোন রয়েছেন। তারা তো ইচ্ছে করলে মাকে নিষেধ করতে পারতেন। কিন্তু তারা নিষেধ করেননি। আমার মা আমার জন্য তাদের বঞ্চিত করে নিজের জীবনের ‘রিস্ক’ নিয়েছেন। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।’’  

সংবাদ সম্মেলনে মা রোকসানা বেগম ও ছেলে সিরাতুল ইসলাম

প্রধানমন্ত্রীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বিএসএমএমইউর অধ্যাপক ডা. সাইফ উদ্দিন আহমেদের প্রতিও কৃতজ্ঞতা জানান মা রোকসানা বেগম। তিনি বলেন, ‘আমি এই চিকিৎসকের প্রতি চিরঋণী থাকবো।’

রোকসানা বেগম বলেন, ‘গত রমজানে অনেক রাতে সিরাতুল অসুস্থ হয়ে যায়। ডা. সাইফ উদ্দিনকে ফোন করলে তিনি সিরাতুলকে নিয়ে আসতে বলেন। একটি বেসরকারি হাসপাতালে সিরাতুলকে ভর্তি করা হলে সেখানে সারা রাত এই চিকিৎসক জেগে ছিলেন।’ তিনি বলেন, এই লিভার প্রতিস্থাপনের পর যেদিন সিরাতুল প্রথম ভাত খায়, সেদিন ডা. সাইফ উদ্দিন তার বাসা থেকে খাবার রান্না করে আনেন।’

কথাগুলো বলতে বলতেই ডুকরে কেঁদে ওঠেন রোকসানা বেগম। তিনি বলেন, ‘আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ থাকবো। এই হাসপাতালের প্রত্যেক চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়সহ সবার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো।’ সিরাতুলের মতো যেন আরও অনেক ছেলে নতুন জীবন ফিরে পায়, তিনি সেই প্রার্থনাও করেন।

/জেএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত