X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও অচল ঢাবি

ঢাবি প্রতিনিধি
২২ জুলাই ২০১৯, ১২:৫১আপডেট : ২২ জুলাই ২০১৯, ১২:৫২

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও অচল ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা৷ সোমবার (২২ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক এবং প্রশাসনিক ভবন তালা লাগিয়ে দেওয়া হয়েছে৷ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়৷ ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে অংশ নিয়েছে শত শত শিক্ষার্থী৷ পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তাদের এ আন্দোলন চলছে৷
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা৷ একইসঙ্গে উপ-উপাচার্যের বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন তারা।
শিক্ষার্থীরা বলেন, ‘গতকাল রবিবার উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেছেন “সাত কলেজের অধিভুক্তি বাতিলের এখতিয়ার ঢাবির নেই” কিন্তু বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩-এর অধ্যাদেশের (৪) এর বি ধারাতে স্পষ্ট লেখা আছে যে, অধিভুক্তির বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের রয়েছে৷ কিন্তু উপ-উপাচার্য দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন৷’
প্রতিবেদনটি লেখা পর্যন্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে ঘুরে বিক্ষোভ মিছিল করতে দেখা যায়৷ এসময় তারা অধিভুক্ত বাতিলের বিষয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে ৷
জানতে চাইলে ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আশরাফুল রায়হান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে৷ বিশ্ববিদ্যালয় প্রশাসন যে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছে তার প্রতিবাদ জানাই৷ অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় চাইলে অধিভুক্তি চাইলে বাতিল করতে পারে৷'
প্রসঙ্গত, কয়েকদিন ধরে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করে প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছে৷ এতে কোনও সাড়া না পেয়ে গত শনিবার থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করেছে তারা৷

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!