X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

যে ফ্ল্যাট থেকে কারা কর্মকর্তা পার্থর ঘুষের টাকা উদ্ধার, সেটি কার?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৯, ১৯:১০আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৯:১৪





যে ফ্ল্যাট থেকে কারা কর্মকর্তা পার্থর ঘুষের টাকা উদ্ধার, সেটি কার? কারা বিভাগের ডিআইজি পার্থ গোপাল বণিককে সঙ্গে নিয়ে রবিবার (২৮ জুলাই) রাজধানীর ধানমন্ডির নর্থ রোডের (ভূতের গলি) যে ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে, সেটির মালিকানা নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। দুদকের দাবি, ফ্ল্যাটটি পার্থর নিজের। তবে পার্থর পরিবার ভিন্ন দাবি করেছে। আবার নামফলকে দেখা গেছে আরেকজনের নাম।
দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফ বলছেন, নর্থ রোডের ২৭-২৮১ নম্বর বাসার বি/৬ নম্বর ফ্ল্যাটটির প্রকৃত মালিক পার্থ। সেখান থেকেই ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। আর এই টাকা ঘুষ, দুর্নীতির মাধ্যমে আয় করেছেন পার্থ।
যে ফ্ল্যাট থেকে কারা কর্মকর্তা পার্থর ঘুষের টাকা উদ্ধার, সেটি কার? তবে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ফ্ল্যাটটি পার্থর শাশুড়ি মঞ্জু সাহা তার মেয়েকে (পার্থর শ্যালিকা) কিনে দিয়েছেন। তবে ফ্ল্যাটের নামফলকে দেখা যায় মঞ্জু সাহার নাম।
দুদক কর্মকর্তা ইউসুফ বলেন, পার্থ দাবি করেছেন, ফ্ল্যাটটি তার শাশুড়ি তার মেয়েকে কিনে দিয়েছেন। তবে তার শ্যালিকা সেখানে বসবাস করেছেন— এমন প্রমাণ পাওয়া যায়নি। ফ্ল্যাটটিতে পার্থ, তার স্ত্রী রতন মনি সাহা ও তাদের মেয়ে থাকেন। এ থেকে মনে করার যথেষ্ট কারণ আছে, ফ্ল্যাটের নামফলকে যার নামই থাকুক না কেন বা পার্থর দাবি যা-ই হোক না কেন, অন্যের নামে হলেও এর প্রকৃত মালিক পার্থই।
তিনি বলেন, পার্থর দাবি বিভ্রান্তিকর। একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছেন তিনি। বলেছেন, ফ্ল্যাটটির মালিক তার শাশুড়ি। তিনি নিজেই ফ্ল্যাটটি কিনেছেন তার পরিবারের সদস্যদের জন্য। খোঁজ নিয়ে জানা গেছে, পার্থর শাশুড়ির কোনও ছেলে নেই।
যে ফ্ল্যাট থেকে কারা কর্মকর্তা পার্থর ঘুষের টাকা উদ্ধার, সেটি কার? অভিযানের সময় পার্থ ও তার স্ত্রী রতন মনি সাহা দাবি করেন, ফ্ল্যাটটি তাদের নয়। তারা সেখানে বসবাস করছেন মাত্র।
দুদক বলছে, ফ্ল্যাট বা পুরো ভবনের মালিক কে তা খতিয়ে দেখে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে। আর পার্থই যে ফ্ল্যাটের প্রকৃত মালিক এবং সেখানেই যে তিনি ঘুষ, দুর্নীতির মাধ্যমে আয় করা লাখ লাখ টাকা গচ্ছিত রেখেছেন, তা নিশ্চিত হয়েই অভিযান চালানো হয়েছে।

আরও পড়ুন...


কারা কর্মকর্তা পার্থ গ্রেফতার, বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধার

‘ঘুষের টাকা পাশের বাসার ছাদে ফেলে দেন কারা কর্মকর্তা পার্থর স্ত্রী’

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদ্রাসা ক্যাম্পাস সবুজায়নের নির্দেশ
তীব্র তাপপ্রবাহমাদ্রাসা ক্যাম্পাস সবুজায়নের নির্দেশ
যুবদল সভাপতি কারাগারে, রিজভীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল
যুবদল সভাপতি কারাগারে, রিজভীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল
ইন্ডিয়া আউট কর্মসূচি বাস্তবায়নে পদক্ষেপ নেবে ১২ দলীয় জোট
ইন্ডিয়া আউট কর্মসূচি বাস্তবায়নে পদক্ষেপ নেবে ১২ দলীয় জোট
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ