X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঋতু জার্নালিস্ট ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন ১০ সাংবাদিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৯, ২০:১৬আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২০:৫৬






তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার মো. বাহাউদ্দিন আল ইমরান   
মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনার নিয়ে অনুসন্ধানী, সচেতনতামূলক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতি স্বরূপ পাঁচটি ক্যাটাগরিতে ঋতু জার্নালিস্ট ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার মো. বাহাউদ্দিন আল ইমরানসহ দেশের ১০ সংবাদকর্মী।  

রবিবার (২৮ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিকদের নাম ঘোষণা করা হয়। এসময় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রথমবারের মতো এ অনুষ্ঠানটির আয়োজন করে রেড অরেঞ্জ মিডিয়া ও কমিউনিকেশনস।

টিভি রিপোর্টিং ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন, যমুনা টিভির আজিজুর রহমান ও এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম আতিকুর রহমান। রেডিও রিপোর্টিং ক্যাটাগরিতে রেডিও টুডের স্টাফ রিপোর্টার সাদিয়া ন্যান্সি ও রেডিও নেক্সট এর আরজে এমডি নাহিয়ান নাসের।

দৈনিক বাংলা পত্রিকার রিপোর্টিং ক্যাটাগরিতে বিজয়ীরা হচ্ছেন দৈনিক সমকালের সাব এডিটর জাহিদুর রহমান ও দৈনিক প্রথম আলোর রিপোর্টার মুসলিমা জাহান সেতু। 

দৈনিক ইংরেজি পত্রিকার রিপোর্টিং ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন ঢাকা ট্রিবিউনের রিপোর্টার নাওয়াজ ফারহিন ও দ্য নিউ নেশনসের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ গোলাম রাব্বানি।

আর অনলাইন নিউজ পোর্টালের রিপোর্টিং ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার মো. বাহাউদ্দিন আল ইমরান ও ইউনাইটেড নিউজ বাংলাদেশের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট মাসুদুল হক।

ঋতু জার্নালিস্ট ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন দশ সাংবাদিক

আয়োজক প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর অর্ণব চক্রবর্তীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানটির ডিরেক্টর প্রোগ্রামস অ্যান্ড অপরেশনস ইমরুল হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী আ. খ. ম. মহিউল ইসলাম, উপ সচিব ডা. আবুল হোসেন, যুগ্ম সচিব ডা. আশরাফুন্নেছা ও নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড জেরয়েন স্টিগস, রেড অরেঞ্জ এর হেড অব প্রোগ্রাম নকিব রাজিব আহমেদ প্রমুখ অতিথিরা। 

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালে দেশের বিভিন্ন গণমাধ্যমে ৯০ জন সাংবাদিককে মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও ফেলোশিপ প্রদান করা হয়। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর মধ্যে গত ২৭ নভেম্বর নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনে ‘সুপ্রিম কোর্টে নেই পিরিয়ডকালীন টয়লেট ব্যবস্থা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর ওইদিনই (২৭ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন জরুরি সভা ডাকে এবং সুপ্রিম কোর্ট এলাকায় ঋতুবান্ধব টয়লেট স্থাপনের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিলেন। 














  

/বিআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে