X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইতালিতে নোয়াখালী বাংকার সমিতির বনভোজন

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
৩১ জুলাই ২০১৯, ২৩:৫৬আপডেট : ০১ আগস্ট ২০১৯, ০০:০১

বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির বনভোজনে অতিথিরা নোয়াখালীসহ ইতালির রোমের বাঙালি কমিউনিটিকে ঐক্যবদ্ধ রাখতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি। প্রতি বছরের মতো এবারও সংগঠনটি বার্ষিক বনভোজনের আয়োজন করে। এর শিরোনাম ছিল ‘লাগো দি রিভা ভেরদে’। প্রবাস জীবনের কর্মব্যস্ততার মধ্যে পরিবার ও স্বজনদের নিয়ে দিনব্যাপী এই চড়ুইভাতিতে অংশ নেন প্রবাসীরা।

বনভোজনে প্রধান অতিথি ছিলেন ইতালির বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব শেখ সালেহ আহমদ। তাকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। তিনি বলেন, ‘আগামীতেও বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি রোমে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা রাখবে বলে আশা করছি। এই ঐক্যবদ্ধ কমিউনিটিই বিদেশিদের কাছে আমাদের বাঙালি জাতি ও দেশের সুনাম ধরে রাখবে।’

বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা গাজী মশিউর রহমান, মুক্তিযোদ্ধা ও ইতালি আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহতাব হোসেন, বাংলাদেশ সমিতি ইতালির নির্বাচন কমিশনার ও বিশিষ্ট ব্যবসায়ী আলী আম্বর আশরাফ, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, বাংলাদেশ সমিতি ইতালির প্রথম নির্বাচিত সভাপতি কে এম লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মো. জহিরুল আলম, ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন বলেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. তৌহিদ কাদেরসহ অনেকে।

বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতির বনভোজনে অতিথিরা বর্ণাঢ্য বনভোজন আয়োজনে সহযোগিতা করেছেন রোমের বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান অপু, সালেহ আহমেদ বাবু, বেলাল হোসেন, হাজী নুরুল ইসলাম, আনোয়ার আজিম সিমনে, আলা উদ্দিন শিমুল, সোহেল চৌধুরী, ওমর ফারুক পিন্টু, সুমন টেরমিনি, মো. মাসুদ, মো. হাসান ছাড়াও ফেনী জেলা সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মনজুরুল আলম, জামাল উদ্দিন, মুজাহিদ খাদেম, শেখ মামুন, মো. জহিরুল ইসলাম ও সাখাওয়াত হোসেন সাকন।

পুরো আয়োজনে নারী, পুরুষ ও শিশুদের জন্য ছিল বিভিন্ন খেলাধুলা। পুরস্কার হিসেবে ছিল বিমান টিকিটসহ আকর্ষণীয় পুরস্কার। বার্ষিক এই বনভোজনে বাংলাদেশ বাংকার সমিতি রোম, বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি ইতালি, একতা ব্যবসায়ী সমিতি রোম ইতালি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, বৃহত্তর নোয়াখালী সমিতি, নোয়াখালী জেলা সমিতি, জালালাবাদ অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক, আঞ্চলিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং টেরমিনি ও ভিক্টোরিও, কর্নেলিয়া, তরপিনাত্তা, সেন্ত সেল্লেসহ রোমের বিভিন্ন ব্যবসায়ী নেতারা ছিলেন।

/জেএইচ/
সম্পর্কিত
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
সর্বশেষ খবর
স্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!