X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ঢাকার বাইরে বাড়ছে ডেঙ্গু!

জাকিয়া আহমেদ
০৩ আগস্ট ২০১৯, ২৩:৩৫আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৪:১১



বরিশাল মেডিক্যালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে রাজধানী ঢাকার বাইরের সব জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। শনিবার (৩ আগস্ট) পর্যন্ত ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা ৪ হাজার ৯০৫ জন। আর  শুক্রবার (২ আগস্ট) এই সংখ্যা ছিল ৪ হাজার ১৯০ জন, বৃহস্পতিবার ছিল ৩ হাজার ৪৬৪ জন। বর্তমানে রোগী ভর্তি আছেন ২ হাজার ৩৮১ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫২৪ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।

কন্ট্রোল রুমের হিসাব বলছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৬ হাজার ৮৫৮ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৪৩ জন। রাজধানীর বাইরে ঢাকা বিভাগের ১২ জেলায় মোট ভর্তি আছেন ৪২৮ জন, গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২১৫ জন।

গত ১ আগস্ট পর্যন্ত  চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ডেঙ্গু আক্রান্ত ১১ জন জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা জানান, ‘আক্রান্ত সব রোগীই ঢাকা থেকে এসেছেন। সংখ্যা বাড়ায় ডেঙ্গু রোগীদের আলাদা একটি ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

চট্টগ্রামের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২৯ জন, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৪৩২ জন।

চাঁদপুরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শুক্রবার (২ আগস্ট) সকাল পর্যন্ত গত এক মাসে ১৩১ জন ডেঙ্গু রোগী চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৩৯ জন এখনও চিকিৎসাধীন আছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত জুন মাসে এখানে চার জন ডেঙ্গু রোগী চিকিৎসা নেন। জুলাইয়ে ভর্তি হন ১০০ জন। আক্রান্তদের কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

৩ আগস্টে খুলনা বিভাগের ১০ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৮০ জনে উন্নীত হয়েছে। খুলনা স্বাস্থ্য অধিদফতর (রোগ নিয়ন্ত্রণ) শনিবার (৩ আগস্ট) দুপুরে  জানায়, গত ১ জুলাই থেকে ৩ আগস্ট বেলা ৩টা পর্যন্ত খুলনা জেলায় ১৪২ জন ও যশোর জেলায় ১৪৮ জন, বাগেরহাটে ১৮ জন, সাতক্ষীরায় ৩৪ জন, ঝিনাইদহে ৫০ জন, মাগুরায় ২৮ জন, নড়াইলে ১৯ জন, কুষ্টিয়ায় ১১২ জন, চুয়াডাঙ্গায় ২১ জন ও মেহেরপুরে ৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।

খুলনা স্বাস্থ্য অধিদফতরে (রোগ নিয়ন্ত্রণ) সহকারী পরিচালক ডা. ফেরদৌসী আক্তার বলেন, ‘শুক্রবার বিকাল থেকে শনিবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন ৭১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। এর মধ্যে খুলনায় ৯ জন, সাতক্ষীরায় ৩ জন, বাগেরহাটে ৮ জন, যশোরে ১৪ জন, ঝিনাইদহ ৭ জন, মাগুরায় ৮ জন, নড়াইলে ১ জন, কুষ্টিয়ায় ১৫ জন, চুয়াডাঙ্গায় ৪ জন ও মেহেরপুরে ২ জন রয়েছেন।

এদিকে, যশোরে গাণিতিক হারে ডেঙ্গু রোগী বাড়ছে বলে জানিয়েছেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘এ হাসপাতালে ২৮ জুলাই ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি ছিলেন ৩১ জন, ২৯ জুলাই ৩৭ জন, ৩০ জুলাই ৫০ আর আজ ৩১ জুলাই ৬৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ৫৫ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

একইভাবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নূরুন নাহার বেগম জানান, কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। বর্তমানে শিশুসহ ৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ময়মনসিংহ বিভাগের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫২ জন, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৭৭ জন।

খুলনা বিভাগের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৩ জন, বর্তমানে ভর্তি আছেন ৪০৯ জন।

রাজশাহী বিভাগে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৯ জন, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩২৫ জন।

রংপুর বিভাগে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৪ জন, বর্তমানে ভর্তি আছেন ২১৩ জন।

বরিশাল বিভাগে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজসহ ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৭ জন, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৯৭ জন। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, শনিবার (৩ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন।

সিলেট বিভাগে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ চার জেলায় গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩১ জন, বর্তমানে ভর্তি আছেন ১০০ জন।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে, সামনে ঈদের সময় মহাদুর্যোগে পরিণত হবে। ভয়াবহভাবে সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ারও আশঙ্কা করছেন।

ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট সংগঠনের সাধারণ সম্পাদক ও শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কাজী রকিবুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে দেশের ৬৪ জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আসন্ন ঈদের সময়ে লাখ লাখ মানুষ ডেঙ্গুর জীবাণু বহন করে ঢাকার বাইরে যাবে। তখন আরও অনেকেই আক্রান্ত হবে।’

এদিকে, অবহেলার কারণে ডেঙ্গু সারাদেশে ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও স্বাস্থ্য অধিকার আন্দোলনের সভাপতি অধ্যাপক ডা. রশীদ-ই-মাহবুব। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সারাদেশে ডেঙ্গু ছড়িয়েছে। এখন স্বাস্থ্য অধিদফতরকে দেশের সব জেলা-উপজেলার চিকিৎসকদেরকে ডেঙ্গু রোগের চিকিৎসা সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে, সচেতন করতে হবে।’ 

গত কয়েক দিন ধরেই ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেন বাড়ছে জানতে চাইলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকার বাইরে ডেঙ্গু বাড়ার অন্যতম একটি কারণ হচ্ছে, ঢাকায় সেসব শিক্ষার্থী মেসে থাকেন, তারা অনেকেই ডেঙ্গুজ্বর নিয়ে ঢাকা ছেড়েছেন, বাড়ি গেছেন। তবে গ্রামাঞ্চলে ছড়ানোর আরেকটি কারণ হলো, এডিস এজিপ্টি মশা যেমন নাগরিক মশা, শহরের মশা, মানুষের বাড়িঘরে থাকে তেমনি এডিস অ্যালবোপিকটাস গ্রামাঞ্চলে তাকে। এই এডিস অ্যালবোপিকটাস যদি কোনও ডেঙ্গু আক্রান্ত রোগীকে কামড় দেয়, তাহলে সেও ডেঙ্গু ছড়াতে পারে। তাই গ্রামে যারা যাচ্ছে এরা গিয়ে সেখানে যে মশার কামড় খাচ্ছে তাতে করে ডেঙ্গু ছড়াতে পারে।’

এদিকে, স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা বলেন, “ঢাকার বাইরে ডেঙ্গু বাড়ার আশঙ্কা রয়েছে। ঈদের সময়ে যখন মানুষ ঢাকা ছাড়বেন, তখন তারা ‘রিজার্ভার’ হিসেবে কাজ করবেন।’’ যখন এডিস মশা সেসব এলাকায় থাকে, তখন সেসব মশার মাধ্যমে ডেঙ্গু ছড়াবে বলেও তিনি মন্তব্য করেন।

 

/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার