X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিকালে হাতাহাতির পর সন্ধ্যায় হত্যা, গ্রেফতার পাঁচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১১

স্কুলছাত্র মহসিন

রাজধানীর মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিংয়ে স্কুলছাত্র মহসিন (১৬) হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে এদিন সন্ধ্যা ৭টার দিকে হাউজিংয়ের কালভার্ট সংলগ্ন স্থানে মহসিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

পুলিশ জানায়, বুধবার বিকালে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে বসে আড্ডা দিচ্ছিল মহসিন। সঙ্গে একজন মেয়েসহ কয়েকজন বন্ধু ছিল। এ সময় প্রতিপক্ষ পারভেজের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয় মহসিন ও তার বন্ধুদের। এরপর সন্ধ্যায় সংগঠিত হয়ে ফিরে আসে পারভেজ ও তার সঙ্গীরা। তারা মহসিনসহ তিন জনকে ছুরিকাঘাত করে। এদের মধ্যে মহসিন মারা যায়। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় নিহত মহসিনের ভাই ইউসুফ আলী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। বুধবার রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন জনসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান মামলার তদন্ত কর্মকর্তা এস আই ফারুক হোসেন।

তদন্ত সূত্রে জানা গেছে, এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে কিশোর গ্যাং কালচার ও এলাকায় আধিপত্য বিস্তার। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওয়াহেদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যায় চাঁন মিয়া হাউজিংয়ের কালভার্টের পাশে মহসিনসহ কয়েকজন আড্ডা দিচ্ছিল। হঠাৎ মুখোশ পরা কয়েকজন এসে মহসিনের খোঁজ করে। মহসিন এগিয়ে গেলে তার পেটে ছুরিকাঘাত করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কোপানো হয়। এ সময় পাশের দোকানে ছিল রুবেল নামে একজন। মহসিনকে বাঁচাতে এগিয়ে এলে রুবেলকে চাপাতি দিয়ে কোপানো হয়। এ সময় আরও দুজন আহত হয়। তারা হলো, সাব্বির (১৭) ও রাকিব (১৭)। গুরুতর আহত অবস্থায় মহসিনকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন...
মুখোশধারী দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত, আহত ৩

 

/আরজে/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা