X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাস-ট্রাকের পাল্লাপাল্লিতে প্রাণ গেলো হেলপারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৭





বাস-ট্রাকের পাল্লাপাল্লিতে প্রাণ গেলো হেলপারের রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের সঙ্গে পাল্লাপাল্লিতে শ্যামলী পরিবহনের একটি বাসের হেলপার নিহত হয়েছেন। তার নাম আব্দুল কুদ্দুস (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন বাসটির সুপারভাইজার।
সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কে এম আজিজুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কুদ্দুসের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার নবীয়াবাজ গ্রামে। বাবার নাম আব্দুর রব। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
কে এম আজিজুল হক জানান, এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা শ্যামলী পরিবহনের বাসটি ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে দুই চালকই পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আহত সুপারভাইজার মনিরুজ্জামান (৩৫) জানান, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকায় ফিরছিলেন তারা। ভোর সাড়ে ৪টার দিকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে দুই লেনে সব গাড়ি ছিল। তাদের বাসটি ছিল বাম পাশে, সামনে ছিল রডবোঝাই ট্রাক। তাদের বাসটি বাম পাশ থেকে ডান পাশ হয়ে সামনে যাওয়ার সময় সামনের ট্রাকটি ডানপাশে চলে আসে। এতে সংঘর্ষের সৃষ্টি হয়।
তিনি জানান, ট্রাকের পেছনের রড বাসের সামনের দিকে লেগে দেবে যায়। বাসের সামনের গ্লাস ভেঙে পড়ে। বাসের সামনের দিকে দাঁড়িয়ে থাকা হেলপার কুদ্দুসের শরীরে ট্রাকের রড ঢুকে যায়। তিনি সামনের দিকে পড়ে যান। তিনিও পায়ে আঘাত পান। পরে কুদ্দুসকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ৫টায় মৃত ঘোষণা করেন।
কুদ্দুসের স্ত্রী ফেরদৌসী বেগম জানান, তাদের দুটি মেয়ে রয়েছে।
ময়নাতদন্ত শেষে সোমবার বিকালে স্বজনরা কুদ্দুসের মরদেহ নিয়ে যান।

/এআইবি/এআরআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ