X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘ক্লাবের আয় বাড়াতে এসে তারা নিজেদের আখের গুছিয়েছে’

আমানুর রহমান রনি
২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৪

ক্যাসিনো খেলার টেবিল সম্প্রতি রাজধানী ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন ক্লাবে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জব্দ করা হয়েছে নগদ টাকা, মাদ্কদ্রব্য ও বেআইনি ক্রীড়া সামগ্রী। জড়িতদের করা হয়েছে আটক। এসব ক্লাবে চলতো ক্যাসিনো নামের জুয়া খেলা। ক্যাসিনো থেকে আয় হওয়া টাকা ক্লাব পেতো না বলে কর্তৃপক্ষের দাবি। তারা বলছেন, ক্লাবে অবদান রাখার কথা বলে জুয়ার আসর বসানো হয়েছিল। তারা শুধু নিজেদেরই আখের গুছিয়েছে। বরং অর্থের অভাবে ক্লাবগুলো দল গঠন করতে পারেনি বছরের পর বছর। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন ক্লাবের নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

১৮ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলপাড়ার ক্লাবগুলোর ক্যাসিনোতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে বেরিয়ে আসে ক্যাসিনো ও জুয়ার ভয়ায়বহ সব তথ্য। আটক করা হয় ক্লাবের সঙ্গে সংশ্লিষ্টদের। তবে ক্লাবের কর্মকর্তারা বলছেন, এই জুয়ায় ক্লাবের কোনও হাত নেই। পরে চট্টগ্রামেও কয়েকটি ক্লাবে অভিযান চালানো হয়।   

সোনলী অতীত ক্লাবের সভাপতি খুরশিদ আলম বাবুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ক্লাবের একটা ঐতিহ্য রয়েছে। আমরা প্রাক্তন ফুটবলাররা মিলে এই ক্লাবটি করেছি। আমাদের ক্লাবে কোনও জুয়া নেই। তবে বিনোদনের জন্য সাবেক খেলোয়াড়রা কখনও শুধু তাস খেলে। আমরা এখনও ক্লাবের মাঠে প্রতিদিন ফুটবল খেলি। ওয়ান ইলেভেনের সময় সব ক্লাবে অভিযান হয়েছে, কিন্তু আমাদের ক্লাবে কেউ আসেনি। কারণ আমাদের ক্লাবের কোনও দুর্নাম নেই। অন্য ক্লাবগুলো দখল করে এই জুয়ার আসর বসানো হয়েছে।’

খুরশিদ আলম আরও বলেন, ‘আমরা সবসময় জুয়ার বিরুদ্ধে। নিজেদের পকেটের টাকা দিয়ে সোনালী অতীত ক্লাবের প্রতিটি ইট কেনা। মতিঝিল ক্লাবপাড়ার জুয়ার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন কথা বলেছি। তবে কোনও কাজে আসেনি। এই জুয়ায় ক্লাবের দুর্নাম ছাড়া কোনও লাভ হয়নি। ক্লাব এর টাকা পায় না। টাকা যায় ব্যক্তিদের পকেটে।’

ইয়ংমেন্স ক্লাবের ভেতরে ক্যাসিনোর টেবিল জুয়ার বিষয়ে ঢাকার আরামবাগ ক্রীড়া সংঘের মো. ইয়াকুব বলেন, ‘জুয়া সব ক্লাবেই হয়। তাসের জুয়া আমাদের ক্লাবেও হতো। ক্যাসিনো আগে হতো, এখন নেই। তবে জুয়ায় ক্লাবের কোনও সম্পৃক্ততা নেই। এটা রাজনৈতিক চাপে হয়। এটা রাজনৈতিক প্রক্রিয়া। যারা যখন ক্ষমতায় আসে তারা জুয়া চালায়। প্রতিটি ক্লাবেই রাজনৈতিক এই চাপ রয়েছে। দলগঠনের সময় তারা আমাদের সহযোগিতা করে।

অভিযানের বিষয়ে মো. ইয়াকুব বলেন, ‘ক্লাব চালাতে হলে টাকা দরকার। ফাস্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশনে দল গঠনে অনেক টাকা দরকার। আমরা এসময় অনেকের সহযোগিতা নেই। ক্লাব ভাড়া দেই। ভাড়া নিয়ে তারা এসব করেছে। অনেক ক্লাব পদ দেয়। পদের বদলে তারা টাকা দেয়। কিন্তু সব ক্লাবেতো ডোনার আসতে চায় না। যেগুলোতে ডোনার পাওয়া যায় না, সেখানেই এই জুয়া হয়। এটা বাস্তবতা। তবে ক্লাবের অতীত এরকম ছিল না।’

ক্যাসিনোতে আটকদের একাংশ মো. ইয়াকুব বলেন, ‘চক্রটি যে পরিমাণ ক্লাব থেকে আয় করে নিতো। তার একশ ভাগের একভাগও দিতো না। তারা আমাদের ব্যবহার করেছে। তাদের জোর করে ক্লাব থেকে সরিয়ে দেওয়ারও উপায় ছিল না। কারণ প্রতিটি ক্লাবেই তাদের লোকজন। সভাপতি তারা নিয়ে নিয়েছে। কেবল সাধারণ সম্পাদক পদটি তারা বাইরে দিতো। এসব বিষয় নিয়ে কথা বলারও সুযোগ ছিল না।’

মো. ইয়াকুব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের চার পাঁচটি ইভেন্ট দল আছে। বর্তমানেও তিনটি ইভেন্টে দল অংশগ্রহণ করছে। আমাদের প্রিমিয়ার লিগে টিম আছে, ফাস্ট ডিভিশনে টিম আছে, সেকেন্ড ডিভিশনে টিম আছে, অনূর্ধ্ব আঠারোতে দল আছে।’

আরও খবর:

ঢাকার অন্ধকার জগৎ ক্যাসিনো (ফটো স্টোরি)

শেষরাতেও লোকজন নিয়ে কাকরাইলের যুবলীগ কার্যালয়ে সম্রাট

ক্যাসিনো চালানোর অভিযোগে যুবলীগ নেতা খালেদ মাহমুদ আটক (ভিডিও)

যুবলীগ নেতাদের ‘ক্যাসিনো’তে র‌্যাবের অভিযান: আটক ১৪২, বিপুল পরিমাণ টাকা জব্দ

‘ক্যাসিনো’ ইয়ংমেন্স ক্লাবের চেয়ারম্যান রাশেদ খান মেনন

র‍্যাবের সাঁড়াশি অভিযানে ৪টি ক্যাসিনো সিলগালা, ১৮২ জনকে কারাদণ্ড

মোহামেডান, ভিক্টোরিয়া, আরামবাগ ও দিলকুশা ক্লাবেও ছিল ক্যাসিনো

ঢাকার ক্যাসিনো চালাতে চীন ও নেপাল থেকে আনা হয় দক্ষ লোক

 

 

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত