X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

আদালতে কেঁদেছেন রিশার মা-বাবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৯, ১৬:৫৪আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৭:৫২

 

সুরাইয়া আক্তার রিশার মা তানিয়া হোসেন রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা (১৫) হত্যা মামলার রায় ঘোষণার সময় শুরু থেকে শেষ পর্যন্ত আদালতে কেঁদেছেন মা তানিয়া হোসেন ও বাবা রমজান আলী। রায় ঘোষণা শেষে সন্তুষ্টি প্রকাশ করে তার মা সাংবাদিকদের বলেন, ‘রায়টা যেন উচ্চ আদালতে বহাল থাকে। আর যেন দ্রত কার্যকর হয়।’

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রিশা হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত আসামি ওবায়দুলকে (২৯) মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণার সময় বিচারক বলেন, ‘ঠান্ডা মাথায় পূর্ব পরিকল্পিতভাবে রিশা স্কুলে যাওয়ার পথে আসামি ওবায়দুল খান রিশাকে চাকু দিয়ে পেটের বাঁ পাশে আঘাত করলে আঘাতটি তার পিঠের পেছনে গিয়ে লাগে। এই আঘাতে রিশার মৃত্যু হয়।’

রায় ঘোষণার সময় সুরাইয়া আক্তার রিশার মা-বাবা, তার ছোট ভাই ও বোন আদালতে হাজির ছিলেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টা ৫৫ মিনিটে ওবায়দুল খানকে আদালতে হাজির করা হয়। এরপর বিচারক রায় পড়া শুরু করেন ৩টা ৪ মিনিটে। রায় পড়া শেষ হয় ৩টা ৪৫ মিনিটের আগে। এর আগে ১১ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন ও শুনানি শেষে রাষ্ট্রপক্ষ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী ফারক আহমেদ আসামির খালাস দাবি করেন।

রিশার বাবা-মায়ের সঙ্গে ভাই-বোন ২০১৬ সালের ২৪ আগস্ট দুপুরে রিশাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট তার মৃত্যু হয়। এ ঘটনায় রিশার মা তানিয়া হোসেন বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৬ সালের শুরুর দিকে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের বৈশাখী টেইলার্সে পোশাক বানাতে দেয় রিশা। ওই টেইলার্সের রসিদে বাসার ঠিকানা ও তার মায়ের মোবাইল নম্বর দেওয়া ছিল। সেখান থেকে মোবাইল নম্বর নিয়ে টেইলার্সের কাটিং মাস্টার ওবায়দুল খান রিশাকে উত্ত্যক্ত করা শুরু করে। পরে ফোন নম্বরটি বন্ধ করে দিলে স্কুলে যাওয়ার পথে রিশাকে উত্ত্যক্ত করতে থাকে সে। তার প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় রিশাকে ছুরিকাঘাত করে ওবায়দুল। ২০১৬ সালের ১৪ নভেম্বর মামলার তদন্ত শেষে ওবায়দুলকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আলী হোসেন। ২০১৭ সালের ১৭ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ২৬ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
আরও খবর...

পোশাকে রিশার ঘ্রাণ খোঁজেন মা

রিশা হত্যার দায় স্বীকার ওবায়দুলের

রিশার হত্যাকারী ওবায়দুলের মৃত্যুদণ্ড

উইলস লিটল ফ্লাওয়ারের সেই ছাত্রী মারা গেছে

রিশার ঘাতক ওবায়দুলের ফাঁসির দাবিতে রাস্তায় শত শত শিক্ষার্থী

 

 

/টিএইচ/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ ৬ ঘণ্টা চলবে মোটরসাইকেল-সিএনজি
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ ৬ ঘণ্টা চলবে মোটরসাইকেল-সিএনজি
গোপালগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেফতার
গোপালগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেফতার
খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের উত্তরণ সহজ করবে: মির্জা ফখরুল
খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের উত্তরণ সহজ করবে: মির্জা ফখরুল
পানীয়তে গোলাপের নির্যাস মেশালে যেসব উপকার পাওয়া যাবে
পানীয়তে গোলাপের নির্যাস মেশালে যেসব উপকার পাওয়া যাবে
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা