X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজের সাবেক সিইও’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা

রাফসান জানি
৩০ নভেম্বর ২০১৯, ২০:৪০আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ২০:৪৪

কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজের সাবেক সিইও’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা চট্টগ্রামের কেওআইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দু’টি ক্রেডিট কার্ড ব্যবহার করে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মুনির হোসেন খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার জাবির হোসেন বাদী হয়ে গুলশান থানায় এই মামলা দায়ের করেন। বাংলা ট্রিবিউনকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক (অপারেশন্স) আমিনুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছে, মুনির হোসেন খান চট্টগ্রামের নাছিরাবাদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় কেওআইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ২০০৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সিইও হিসেবে কর্মরত ছিলেন। এ সময় তিনি কোম্পানির কাঁচামাল, মেশিনারিজ কেনা, বিক্রি ও বিপণনের দায়িত্বে ছিলেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে,  আসামিকে (মুনির হোসেন) অফিসের প্রয়োজনে বিদেশ সফরসহ অফিসের যাবতীয় ব্যয় করার জন্য কোম্পানি তাকে এইচএসবিসি ব্যাংকের একটি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটি ক্রেডিট কার্ড দেয়। কিন্তু আসামি কোম্পানির ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রতিষ্ঠানের কাজের বাইরে ব্যক্তিগত ও পারিবারিক কাজে ওই ক্রেডিট কার্ড ব্যবহার করতেন। তিনি দুটি ক্রেডিট কার্ডের মাধ্যমে কোম্পানির প্রায় দুটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।’ এতে আরও উল্লেখ করা হয়েছে, কোম্পানির যাবতীয় হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য আসামিকে বারবার বললেও তিনি হিসাব বুঝিয়ে দেননি।

মামলাটি তদন্ত করছেন গুলশান থানার পরিদর্শক (অপারেশন্স) আমিনুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আসামিকে গ্রেফতারের জন্য ইতোমধ্যে একাধিক অভিযান পরিচালনা করছি।’ এছাড়া মামলার অন্যান্য তথ্য সংগ্রহে তারা কাজ করলেন বলেও তিনি জানান।  

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা