X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ইভিএমের ফল প্রকাশে ১১ ঘণ্টা!

রাফসান জানি
০২ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৯

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা প্রথমবারের মতো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষ হলেও উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণায় ১১ ঘণ্টার মতো সময় লেগেছে। যদিও বলা হয়েছিল ইভিএমে সাধারণ ভোটগ্রহণ প্রক্রিয়ার চেয়ে সময় কম লাগবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত উত্তরের ১৩১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে শুরু হয় গণনা। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে স্থাপন করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র। প্রথম ৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয় সন্ধ্যা সাড়ে পাঁচটায়। এরপর ৩২টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয় সন্ধ্যা ছয়টায়। এভাবে ১২ দফায় পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করতে ১১ ঘণ্টা সময় নিয়েছে নির্বাচন কমিশন।

সিটির মেয়র পদসহ সবগুলো ওয়ার্ডের ফলাফল ঘোষণা শেষ হয়েছে ঠিক রাত ৩ টায়।

ইভিএমে ভোটগ্রহণের পর ফলাফল প্রকাশ করতে দীর্ঘ সময় লাগায় ক্ষোভ প্রকাশ করেছেন ঘোষণা কেন্দ্রে আসা বিভিন্ন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা।

তবে ফলাফল ঘোষণা করতে দেরি হওয়ার কোনও সঠিক কারণ বা ব্যাখ্যা দিতে পারেননি ঢাকা উত্তর সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার আবুল কাসেম।

তিনি বলেন, ‘আমাদের চেষ্টার কোনও ত্রুটি নেই। আমাদের ট্যাবে....। কেন দেরি হচ্ছে, আমি তো আপনাদের সঙ্গেই আছি। আমি এ বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না।’

রিটার্নিং অফিসার ট্যাবের বিষয়টি উল্লেখ করলে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, তাহলে কেন ৪২ হাজার ট্যাব কেনা হয়েছিল? জবাবে রিটার্নিং অফিসার বলেন, ‘আমাদের আসতেওতো দেরি হয়েছে।’

এ প্রশ্নের সঙ্গে সঙ্গে ঘোষণা কেন্দ্রে উপস্থিত কর্মী সমর্থকরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।

তখন রিটার্নিং অফিসার আবুল কাসেম বলেন, ‘শোনেন আমাদের আসতেওতো দেরি হয়েছে। সাঁতারগুলে আমাদের কেন্দ্র আছে।’

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ হয় এদিকে প্রথমবারের মতো ইভিএমে অনুষ্ঠিত সিটি নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে নির্বাচন কমিশন (ইসি) এবং বিভিন্ন প্রার্থীদের প্রচার-প্রচারণা ছিল চোখে পড়ার মতো। পুরো মাস জুড়েই ইসি নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। জনগণকে সচেতন করতে নেওয়া হয় মক ভোট। এছাড়া প্রার্থীরাও প্রযুক্তির ব্যবহারে অনুষ্ঠিত প্রথম সিটি নির্বাচনে স্বতস্ফূর্তভাবে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান। তবে ভোটের হার ছিল অনেক কম। প্রাপ্ত ফলাফলে দেখা যায় ডিএসসিসির নির্বাচনে ভোট প্রদানের হার ছিল শতকরা ২৯.০০২ ভাগ। আর ডিএনসিসির নির্বাচনে এ হার ছিল আরও কম, শতকরা ২৫.৩০ ভাগ।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আতিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

আর শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় ঘোষিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফজলে নূর তাপস বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

এদিকে ফলাফল প্রত্যাখ্যান এবং নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকায় হরতালের ডাক দিয়েছে বিএনপি।

 

/টিটি/
সম্পর্কিত
পাওনা টাকা চাওয়ায় মারধর, ৯৯৯-এ ফোন করে উদ্ধার
সারা দেশে একদিনে গ্রেফতার আরও ১৪৮৭ জন
বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো শিশুর
সর্বশেষ খবর
শাহাদাতের সুযোগ এলে পিছপা হবো না: আসিফ মাহমুদ
শাহাদাতের সুযোগ এলে পিছপা হবো না: আসিফ মাহমুদ
চুয়াডাঙ্গায় ট্যাংকলরি-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩
চুয়াডাঙ্গায় ট্যাংকলরি-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব