X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘আগে যারা ভালো করেছে তাদের ভোট দেব’

গাজীপুর প্রতিনিধি।।
১৩ ডিসেম্বর ২০১৫, ২২:৫০আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ২২:৫২

‘অগ্রিম কথা বলে লাভ নেই। কোন প্রার্থী ভবিষ্যতে কী করবে,আর কী করতে পারবে-সেটাই আসল কথা। অতীতে কার কাছে কী পেয়েছি না ভেবে নগদ নিয়ে চলাই ভালো।’ গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা হাটে ভ্রাম্যমাণ পান বিক্রেতা মোহাম্মদ সফিকুল ইসলামের কাছে ভোটের খবর জানতে চাইলে এভাবেই জবাব দেন তিনি। 

নানা সমস্যায় জর্জরিত পৌররাসী এখন স্বাচ্ছন্দ্যের জন্য নয়,ন্যূনতম সংকট লাঘবের জন্য হলেও উন্নয়ন চান বলে অনেকে বলেছেন। রিকশাচালক মোহাম্মদ তাইজুদ্দিন বলেন, ‘দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের উন্নয়ন না হওয়ায় এখন অনেক স্থানে রিকশা চালানো সম্ভব হচ্ছে না। এ জন্য ভালো-খারাপ জানি না। উন্নয়ন যে করতে পারেন তাকে ভোট দিব।’

ভ্যানগাড়ি চালক আব্দুল করিম বলেন,‘বিগত সময় দলীয় প্রার্থীকে ভোট দিয়ে কোনও লাভ হয়নি। এবারে ভালো মানুষ (কাউন্সিলর) বাছাই করে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। লেগুনাচালক আলী হোসেন বলেন,‘মানুষ এখন আগের মতো অসচেতন নয়। যারা ভোট এলে মানুষকে বলে ভালা, আর ভোট চলে গেলে বলে শালা-ভোটাররাও তাদেরকে ভালো করেই চেনে। এ জন্য অতীতে যারা ভালো কাজ করেছে তাদের ভোট দিব।’

‘কতবারই তো ভোট দিলাম। মেয়র ও কাউন্সিলর পদে আওয়ামী লীগ-বিএনপির প্রার্থীদেরও ভোট দিচ্ছি। রাস্তাঘাটের এট্টুও উন্নতি অইলো না। গ্যাস, পানি, ড্রেন, গণটয়লেট, বাস-ট্যাক্সি-রিকশাস্ট্যান্ড এগুলোর খবর নাই। বছর বছর হেগো ট্যাক্স দিয়াই গেলাম। এলিগা এবার কে প্রার্থী অইল, আর কে অইল না, হেইডা নিয়া মাথা ঘামাই না। যাকে ভালো মনে হবে তাকে ভোট দিমু, আর ভালো না লাগলে ভোটই দিমু না এইবার। ভোট দিয়া কি লাভ?’ ক্ষোভ ও হতাশা নিয়ে কথাগুলো বললেন শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা গার্মেন্টস শ্রমিক নজরুল ইসলাম।

২নং ওয়ার্ডের বাসিন্দা স্কুল শিক্ষক আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘গ্যাস, বিশুদ্ধ পানি, নির্ধারিত ডাস্টবিন, গণশৌচাগার স্থাপনসহ আরও অনেক মৌলিক সমস্যার আজও সমাধান হয়নি। এ জন্য এবার এ নির্বাচন নিয়ে আমার তেমন আগ্রহ নেই।’ 

ব্যবসায়ী দুলাল মিয়া বলেন, খ শ্রেণির এ পৌরসভায় অনেক সমস্যা রয়েছে। পৌরসভার রাস্তাঘাট সেভাবে গড়ে ওঠেনি, নেই পয়োনিষ্কাশনের ব্যবস্থাও। সড়কে বাতি নেই। স্বাস্থ্যসেবা অপ্রতুল ইত্যাদি সমস্যায় পৌরবাসী অতিষ্ঠ। তারা এসব সমস্যার সমাধান চান। তিনি বলেন, ‘আমরা সেইসব প্রার্থীকেই ভোট দেবো যারা পৌরবাসীর মৌলিক চাহিদা পূরণের জন্য কাজ করবেন এবং সেবা না দিয়ে কর বাড়াবেন না।’     

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে মোট চার জন মেয়র প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের মোহাম্মদ আনিছুর রহমান আনিছ, বিএনপির মোহাম্মদ শহিদুল্লাহ শহীদ, জাসদের আবুল কাশেম ও স্বতন্ত্র মোহাম্মদ আহসান উল্লাহ। নারী কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৫জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটারদের মতে, আওয়ামী লীগ সমর্থিত আনিছুর রহমান ও বিএনপি সমর্থিত শহিদুল্লাহ শহিদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।       

/জেবি/টিএন/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ