X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জি কে শামীমের দেহরক্ষীদের বিষয়ে তদন্তে চার মাস সময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২০, ১৩:১১আপডেট : ১০ মার্চ ২০২০, ১৩:১৪

জি কে শামীম

ঠিকাদার গোলাম কিবরিয়া শামীমের (জিকে শামীম) চার দেহরক্ষীর বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শেষ করতে তদন্তকারী কর্মকর্তাকে চার মাস সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও ওই চার দেহরক্ষীর জামিনের বিষয়ে জারি করা রুল খারিজ করেছেন আদালত। ফলে তাদের জামিন মেলেনি বলে জানিয়েছেন আইনজীবীরা।

এই চার দেহরক্ষী— মোহাম্মদ জাহিদুল ইসলাম,  মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন এবং মো. শামশাদ হোসেন।

মঙ্গলবার (১০ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না, মাহজাবিন রাব্বানী দীপা, কাজী শামসুন নাহার কনা ও ঈশিতা পারভীন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. শামীম সরদার।

মামলার এজাহার থেকে জানা গেছে, জিকে শামীমকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক এবং জুয়া ব্যবসায় (ক্যাসিনো) জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়। আর এই আসামিরা হলেন শামীমের দুষ্কর্মের সহযোগী। গত বছরের ২১ সেপ্টেম্বর তাদেরকে গ্রেফতার করা হয়।

চার দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ— জিকে শামীমের পাচার করা বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা দখলে রাখাসহ বিভিন্ন অপকর্মে শামীমকে তারা সহযোগিতা করতেন।

গত ২৪ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বেঞ্চ এই চার জনের জামিন আবেদন না মঞ্জুর করলে, তারা হাইকোর্টে জামিনের আবেদন করেন। পরে গত ৩ ফেব্রুয়ারি কেন তাদের জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!