X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সংঘর্ষ: শাড়ির দাম ৭৫ হাজার, দিতে চাইলেন তিন হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৫, ২০:৫৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ২২:৫৫

হকার্স মার্কেট কাভার তিনটি বিয়ের শাড়ির দাম নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ধানমণ্ডি হকার্স মার্কেটের দোকানিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিটি শাড়ির দাম ২৫ হাজার করে তিনটি শাড়ির দাম আসে ৭৫ হাজার টাকা। কিন্তু ঢাকা কলেজের তিন শিক্ষার্থী দিতে চাইলেন মাত্র তিনহাজার টাকা। দোকানি ৩ হাজার টাকায় শাড়ি দিতে না চাইলে, ঢাকা কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী লাঠিসোটা, রামদা ও চাপাতি নিয়ে ধানমণ্ডি হকার্স মার্কেটে হামলা চালায় বলে অভিযোগ করেছেন দোকানিরা। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। এ সময় অর্ধশতাধিক দোকানে ভাঙচুরসহ তিনটি দোকানে লুট হয়েছে। বৃহস্পতিবার বিকালে ৩ টা ৪৪ মিনিটে ঢাকা কলেজের বিপরীতে ধানমণ্ডি হকার্স মার্কেটে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে মার্কেটের দোকানিরা জানান।
ধানমণ্ডি হকার্স মার্কেটের নিচতলায় ‘বিসমিল্লাহ বস্ত্র’ ও ‘শাড়ি মেলা’ নামে দুটি দোকানের মালিক মিজানুর রহমান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার তিনটার দিকে তিন তরুণ ও একজন নারী ‘বিসমিল্লাহ বস্ত্র’ দোকানে শাড়ি কিনতে আসেন। তাদের মধ্যে দুই তরুণের নাম মাহবুব ও জাফর। অন্য তরুণ ও নারীর নাম জানা যায়নি। তারা তিনটি বিয়ের শাড়ি পছন্দ করেন। প্রতিটি শাড়ির দাম ২৫ হাজার করে। কিন্তু তারা তিনটি শাড়ি ৩ হাজার টাকা করে দিয়ে প্যাকেট করতে বলেন। আমরা তাদের কাছে কমিয়ে রাখার কথা বলি। কিন্তু কিছুতেই তারা ৩ হাজার টাকার বেশি দিতে রাজি হননি। বারবার তারা নিজেদের ঢাকা কলেজের ছাত্র বলে পরিচয় দিতেছিলেন। এমনকি তিনহাজার টাকায় শাড়ি বিক্রি না করলে তাদের ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকিও দেওয়া হয়। এ সময় গালি দেওয়া হয়।’
মিজানুর রহমান বলেন, ‘গালি দিয়ে তারা চলে যান। এরপর ৩টা ৪৪মিনিটের দিকে লাঠিসোটা-অস্ত্র নিয়ে এসে আমাদের ওপর হামলা চালান। দোকান থেকে শাড়িও নিয়ে যান।’
ঘটনার বর্ণনা দিয়ে ধানমণ্ডি হকার্স মাকের্টের দোকান মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি মোরশেদ আলম বলেন, ‘জুলুম করে শাড়ি নিতে চেয়েছিলেন তারা। শাড়ি নিতে না পেরে ২০ থেকে ২৫মিনিট পর প্রায় দেড়শ লোক হকি স্টিক, রামদা, চাপাতি নিয়ে মার্কেটে হামলা চালান। মার্কেটের ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটান। আমাদের অর্ধশতাধিক দোকানে ভাঙচুর চালিয়েছেন। মার্কেটের ভেতরে মসজিদেও হামলা চালানো হয়েছে।’

মোরশেদ আলম বলেন, ‘চাঁদা না দেওয়ায় তারা নিউমার্কেট এলাকার প্রতিটি দোকানেই হামলা চালান। আমরা ঘটনার পরপরই পুলিশকে জানাই। কিন্তু পুলিশ অনেক পরে ঘটনাস্থলে আসে।

মোরশেদ আরও বলেন, ‘মার্কেটের ভেতরে হামলাকারীরা পেট্রল দিয়ে আগুন দিয়েছেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’ তিনি আরও বলেন, ‘হামলা চালিয়ে অনেক শাড়ি নিয়ে গেছেন। তারা নিজেদের ছাত্রলীগের নেতাকর্মী বলে পরিচয় দিয়েছেন।’

মোরশেদ আরও বলেন, ‘আমরা এই ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি। সিসি ক্যামেরা সবার চেহারা বোঝা যাচ্ছে। পুলিশ ইচ্ছে করলেই তাদের চিহ্নিত করতে পারবে। আমরা পুলিশকে ভিডিও ফুটেজ দেব।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমণ্ডি হকার্স মার্কেটের নিচতলায় বিসমিল্লাহ বস্ত্র, শোভা জামদানি কুটির, সামহা শাড়িজ, মেসার্স আহসান উল্লাহ ক্লথ স্টোরে সবচেয়ে বেশি ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া, রাস্তা থেকে ছোড়া শিক্ষার্থীদের ইটের আঘাতে মার্কেটের দোতালার সামনের শাড়ির দশটি দোকানের গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মার্কেটের সামনেই দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। একটি ভেঙে ফেলা হয়েছে। নিউমার্কেটের সামনে একটি মোটর সাইকেলে আগুন দেওয়া হয়েছে। মোটরসাইকেলগুলো পুড়ে ছাই হয়ে গেছে।

হকার্স মার্কেট ১

সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেছে, একদল তরুণ ৩টা ৪৪ মিনিটে হঠাৎ লাঠেসোটা নিয়ে ধানমণ্ডি হকার্স মার্কেটে প্রবেশ করেন। মার্কেটে ঢুকেই তাড়া ভাঙচুর চালান। দুমিনিট ভেতরে ভাঙচুর চালানের পর, চলে যাওয়ার সময় দুই তরুণকে হাত দিয়ে শাড়ি টান দিয়ে নিয়ে যেতে দেখা গেছে। তাদের মধ্যে একজনের মাধায় একটি ফিতা বাঁধা ছিল। এরপর তারা বাহিরে গিয়ে ইট-পাটকেল মারতে থাকে। মার্কেটের ভেতর থেকেও এ সময় চেয়ার, টুল ছুড়ে মারতে দেখা যায়। এরপর হকার, দোকান মালিক, দোকান কর্মচারী একত্র হয়ে ওই হামলাকারীদের ধাওয়া দেন। এ সময় ঢাকা কলেজের আরও শিক্ষার্থীরা একত্র হয়ে প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে ইট-পাটকেল মারতে থাকে। এ সময় পুরো এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা এই সংঘর্ষ চলে। পরবর্তী সময়ে পুলিশ এসে শিক্ষার্থীদের কলেজের ভেতরে ঢুকিয়ে দেয়। হকারদেরও মার্কেটের ভেতরে ঢুকিয়ে দেয়।

ঢাকা কলেজের একটি সূত্র জানায়, শাড়ি কিনতে যাওয়া তিন তরুণ ছাত্রলীগের গত কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার গ্রুপের। তার প্রায়ই এ ধরনের কাজ করেন। তবে, বিষয়টি অস্বীকার করেছেন আনোয়ার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হামলা চালিয়েছে বহিরাগতরা। তাদের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।’  

হকার্স মার্কেট ২

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, এই ঘটনায় পথচারীসহ ছয়জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন, ধানমণ্ডির কাপড়ব্যবসায়ী নুরুল ইসলাম (৪৮), গাজীপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা হামিদা আক্তার (৪০), ঢাকা কলেজের ছাত্র শান্ত (২০), ইমরান হোসেন (২৪), পাবন (২৪) ফুটপাতের দোকানি রনি (২৪) ও দোকান কর্মচারী আলমগীর হোসেন (২২)।

এ বিষয়ে রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই হকার ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আজও সে রকম একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও কাউকে চিহ্নিত করা যায়নি।’

 

এই ঘটনার ভিডিও ফুটেজ দেখতে ক্লিক করুন: https://www.youtube.com/watch?v=DF_WSlXPdYM

/এআরআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত